রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মিয়ানমারের পর ভারত থেকে চালান আসছে ইয়াবার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১১.২০১৬

sa

পূর্বাশা ডেস্ক:

মিয়ানমারের পর, এখন ইয়াবার চালান আসছে ভারত থেকেও। দেশের দক্ষিণ-পশ্চিম সীমান্ত অঞ্চলে ক্রমেই বাড়ছে, এ মরণনেশার দৌরাত্ম। ধরাও পড়ছে দুপাশের সীমান্তরক্ষী বাহিনীর হাতে।

বিষয়টি স্বীকার করে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বলছে, পাচারকারীরা তাদের মাটি ব্যবহার করছে। আর বর্ডার গার্ড বাংলাদেশের নবনিযুক্ত মহাপরিচালকের আশা, কোনো কারখানার সন্ধান পেলে, তা বন্ধে সহযোগিতা করবে বিএসএফ।

মরননেশা ইয়াবা। সীমান্তরক্ষী বাহিনীর কড়া নজরদারির ফাঁক গলে, শুধু মিয়ানমার থেকেই প্রতিনিয়ত দেশে ঢুকছে কোটি কোটি টাকার ইয়াবা।

কিন্তু এখন তা কেবল মিয়ানমারেই আটকে নেই। ভারত থেকেও আসছে মেথামফেটামিন জাতীয় এই ট্যাবলেট। আরো স্পষ্ট করে বললে, দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তের ওপার থেকে। যশোর-সাতক্ষীরা-ঝিনাইদহ-কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্ত অঞ্চলে বর্ডার গার্ড বাংলাদেশের কাছে গত দুবছর যাবত ধরা পড়ছে ইয়াবা। বছর খানেক আগেও এর সংখ্যা কয়েকশ হলেও, চলতি বছর ২০ নভেম্বর পর্যন্ত তা পৌঁছেছে সাত হাজারে।

আবার সীমান্তের ওপারে পশ্চিমবঙ্গের বিঠারি থেকে গত পয়রা সেপ্টেম্বর ১৪০০ পিস ইয়াবা আটক করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ফলে এই অঞ্চলের সীমান্তে ইয়াবার অস্থিত্ব নিয়ে সন্দেহ নেই কারোই।

বর্ডার সিকিউরিটি ফোর্সের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি জানালেন, বিজিবি থেকে আনুষ্ঠানিকভাবে তাদের বিষয়টি জানানো হয়েছে।

বিজিবির নবনিযুক্ত প্রধান বলছেন, সীমান্তের ওপারে যদি ইয়াবার কারখানা থাকে, তা বন্ধে বিএসএফ অবশ্যই সহযোগিতা করবে।

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন বলেন, ‘আমরা তাদের জানিয়েছি। আমাদের মধ্যে তথ্যের বিনিময় সব সময়ই হয়। তারা যদি ওপারে কোনো কারখানা পায় তবে অবশ্যই তা বন্ধ করবে। আমরা তাদের সহযোগিতা পাবো।’

দক্ষিণ-পশ্চিম সীমান্ত অঞ্চলে পুরনো নেশার নতুন আনাগোনা শুরুতেই সমূলে উৎপাটন করতে না পারলে দুদেশের জন্যই তা হয়ে উঠতে পারে মাথা ব্যাথার কারণ যা নিয়ে একমত দুই বাহিনীই।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি