রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি সিদ্ধান্ত নেবেন : প্রধানমন্ত্রী


নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি সিদ্ধান্ত নেবেন : প্রধানমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১২.২০১৬

 

pm-4-550x332

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি সিদ্ধান্ত নেবেন। রাষ্ট্রপতি যা খুশি করবেন। এ নিয়ে বিএনপির প্রস্তাব নিয়ে এত তোলপাড়ের কিছু নেই। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে জিতলে তা ভাল বলে। সিটি নির্বাচনে নির্বাচন কমিশন নিয়ে বিএনপি কোনো প্রশ্ন তোলেনি। অথচ জাতীয় নির্বাচনে বিএনপি অংশ নেয়নি। বিএনপি যখন ক্ষমতায় থেকে নির্বাচন কমিশন গঠন করেছিল তা কি স্মরণ আছে?

প্রধানমন্ত্রী হাঙ্গেরী সফর শেষে দেশে ফিরে আসার পর শনিবার বিকেলে গণভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন। এসময় প্রধানমন্ত্রীর হাঙ্গেরী সফরকালে বিমানে ত্রুটি প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, এ ঘটনা দুর্ঘটনা। তবে তা যদি মনুষ্যসৃষ্ট হয়, তদন্তে তা বের হয়ে আসবে। বিমানের জরুরি অবতরণের বিষয়টিকে নিছক দুর্ঘটনা হিসেবেই অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিমানের যান্ত্রিক ত্রুটি নিছক দুর্ঘটনা।’

এ বিষয়ে উপস্থিত সাংবাদিকদের একের পর এক প্রশ্নের মুখে প্রধানমন্ত্রী বলেন, দুর্ঘটনা, দুর্ঘটনাই। এ নিয়ে এতো উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। এ সময় ‘জীবন মৃত্যু পায়ের ভৃত্য’- চরণটি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘এটা যান্ত্রিক ত্রুটি ছিল। আর কিছুই না। আল্লাহর রহমতে সহি-সালামাতে ফিরে এসেছি। যান্ত্রিক ত্রুটি হতেই পারে। সবার দোয়া চাই।’

শেখ হাসিনা বলেন, ‘আপনারা জানেন, আমার বাবা-মাকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। জীবনের ঝুঁকি নিয়েই মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমি এসেছি। ঝুঁকির মধ্যে আছি, চলতে থাকবো।’

প্রধানমন্ত্রী বলেন, ‘দুর্ঘটনা যান্ত্রিক কারণে হতে পারে আবার মনুষ্য সৃষ্টিও হতে পারে। তবে দুর্ঘটনা ঘটতেই পারে। এনিয়ে এতো টেনশন করার কিছু নেই।’

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জন্য আলাদা বিমান কেনা হবে কি না-এমন প্রশ্নে তিনি বলেন, ‘এই মুহূর্তে সরকারের আলাদা বিমান কেনার প্রয়োজন নেই। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জন্য আলাদা এয়ারক্রাফট কেনা বিলাসিতা। আমি এটা করতে চাই না। সাধারণ মানুষের জন্য রাজনীতি করি, তাদের মতো করেই চলতে চাই।’

আসন্ন ভারত সফরে তিস্তা চুক্তি সইয়ের সম্ভাবনা আছে কি না- এ প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘শর্ত দিয়ে সফর হচ্ছে না। তবে তিস্তা নিয়ে আলোচনা চলছে, আমরা আশাবাদী। আমাদের মত আমরা কাজ করছি।’
প্রস্তাবের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তারা (বিএনপি-জামায়াত)রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে।তারা যে ক্ষয়ক্ষতি করেছে আগে সে জবাব জাতির কাছে দিক।

প্রধানমন্ত্রী বলেন, তার (খালেদা জিয়া) নির্দেশে দেশব্যাপী মানুষকে পুড়িয়ে হত্যা, হামলা করা হয়েছে। এখন তিনি প্রস্তাব দিচ্ছেন। আগে মানুষ হত্যার জবাব দেন, পরে প্রস্তাব নিয়ে কথা হবে।

প্রধানমন্ত্রী বলেন, পাঁচটি সিটি নির্বাচনে জিতেছিল বিএনপি,তখন নির্বাচন কমিশন নিয়ে কথা বলেনি কেন?

শেখ হাসিনা আরো বলেন, উনার (খালেদা জিয়া)প্রস্তাব উনি দিয়েছেন, রাষ্ট্রপতিকে বলুক, রাষ্ট্রপতি পদক্ষেপ নিবেন। আমাদের এ বিষয়ে কিছু করার নেই।

বিএনপির সমালোচনা করে শেখ হাসিনা বলেন, নির্বাচন কমিশন আছে, নির্বাচনও হচ্ছে। তারা (বিএনপি) আজ নির্বাচনে যাবে, কাল অংশ নেবে না। নির্বাচনে যখন জয়ী হয়েছে তখন ভালো, আর হারলেই ভালো না। নির্বাচনে অংশ নেবে না। বলবে ভালো না।

একটা দলের প্রধান হিসেবে ভুল সিদ্ধান্ত নিয়ে নির্বাচন থেকে দূরে ছিলেন, তিনি নির্বাচন নিয়ে কী খেলা খেলেছে তা স্মরণ করা উচিত।

শেখ হাসিনা বলেন, ঠিক আছে, উনার প্রস্তাব উনি দিয়েছেন। রাষ্ট্রপতির কাছে প্রস্তাব দিয়েছেন। তিনিই (রাষ্ট্রপতি) সিদ্ধান্ত নেবেন, কী করবেন। আমাদের এ বিষয়ে কিছু করার নেই।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, নির্বাচন কমিশন আছে, নির্বাচনও হচ্ছে। তারা (বিএনপি) আজ নির্বাচনে যাবে, কাল অংশ নেবে না। নির্বাচনে যখন জয়ী হয়েছে তখন বলবে ভালো, আর হারলেই ভালো না। নির্বাচনে অংশ নেবে না, বলবে ভালো না।

জলবায়ু পরিবর্তনে দূষণকারী দেশগুলো নিয়ে এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, সম্মেলনে আমিও উপস্থিত ছিলেন। উন্নত দেশগুলোর অনেকেই আশ্বাস দিয়েছেন, কিন্তু কেউ সেভাবে এগিয়ে আসেন না। তবে আমি দেশে ফিরে নিজেদের উদ্যোগে জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্যে ফান্ড গঠন করি। ভেবেছি নিজেদের কাজ নিজেদেরই করতে হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি