মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
পূর্ববর্তী


ইসি নিয়ে বিএনপির প্রস্তাব পাশ কাটালে চলবে না


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.১২.২০১৬

1480793596

পূর্বাশা ডেস্ক:

নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের এখতিয়ার রাষ্ট্রপতির হলেও প্রধানমন্ত্রীরও দায়িত্ব রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, ‘নিরপেক্ষ ও যোগ্য নির্বাচন কমিশন গঠনে এখনো আমরা আশা করি সরকারের শুভবুদ্ধি উদয় হবে। তারা সেই লক্ষ্য সঠিক পথে এগোবেন। এটাকে পাশ কাটিয়ে গেলে চলবে না।’ গতকাল শনিবার বিকালে গণভবনে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন।
নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেয়া প্রস্তাবের বিষয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, “এটা রাষ্ট্রপতি ভালো বুঝবেন। তিনি পদক্ষেপ নেবেন। যে পদক্ষেপ নেবেন সেটাই হবে। এখানে আমাদের বলার কোনো কিছু নেই।”
জবাবে মির্জা ফখরুল বলেন, ‘‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন ও শক্তিশালীকরণে নতুন প্রস্তাব রেখেছেন। আমরা আশা করি, বিষয়টি রাষ্ট্রপতি দেখবেন। ক্ষমতাসীন বড় দল ও সরকার প্রধান হিসেবে তারও (প্রধানমন্ত্রী) দায়িত্ব রয়েছে।”
এর আগে দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৈঠকে মূলত সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে করণীয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
বৈঠক সূত্রে জানা গেছে, তৃণমূলেরর কমিটিগুলো দ্রুত গঠন করার ব্যাপারে খালেদা জিয়া নির্দেশ দিয়েছেন।
এছাড়া নারায়ণগঞ্জের বিএনপি নেতাদেরকেও ডেকেছিলেন দলীয় প্রধান। এ সময় নেতাদের দলীয় প্রার্থীর পক্ষে জোরালোভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।
গতকাল শনিবার বিকালে গণভবনে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন।
নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেয়া প্রস্তাবের বিষয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, “এটা রাষ্ট্রপতি ভালো বুঝবেন। তিনি পদক্ষেপ নেবেন। যে পদক্ষেপ নেবেন সেটাই হবে। এখানে আমাদের বলার কোনো কিছু নেই।”
জবাবে মির্জা ফখরুল বলেন, ‘‘বেগম খালেদা জিয়া নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন ও শক্তিশালীকরণে নতুন প্রস্তাব রেখেছেন। আমরা আশা করি, বিষয়টি রাষ্ট্রপতি দেখবেন। ক্ষমতাসীন বড় দল ও সরকার প্রধান হিসেবে তারও (প্রধানমন্ত্রী) দায়িত্ব রয়েছে।”
ফখরুল বলেন, ‘‘দেশে একটি গ্রহনযোগ্য নির্বাচনই কেবল বর্তমান সংকটের নিরসন করতে পারে। আমরা মনে করি, সকলের কাছে গ্রহনযোগ্য ও সব দলের অংশগ্রহনমূলক একটি নির্বাচন হতে পারে যদি একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা যায় এবং নির্বাচনকালীন সময়ে সহায়ক একটি সরকার থাকে।”
ফখরুল বলেন, ‘‘নিরপেক্ষ ও যোগ্য নির্বাচন কমিশন গঠনে এখনো আমরা আশা করি, সরকারের শুভবুদ্ধি উদয় হবে। তারা সেই লক্ষে সঠিক পথে এগুবেন।”
প্রধানমন্ত্রী বলেছেন, নির্বাচন নির্ধারিত সময়ে ২০১৯ সালেই হবে- এরকম প্রশ্নের জবাব জানতে চাইলে সাংবাদিকদের ফখরুল বলেন, “মধ্যবর্তী নির্বাচনের কথা আমরা বলিনি। আমরা বলেছি, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনটি প্রশ্নবিদ্ধ ছিলো। সেজন্য দ্রুততম সময়ে একটি গ্রহনযোগ্য নির্বাচন দরকার। সেই নির্বাচন কবে হবে সেটা সরকারের যারা আছেন তারাই ঠিক করবেন।” নির্বাচনটি প্রশ্নবিদ্ধ ছিলো। সেজন্য দ্রুততম সময়ে একটি গ্রহনযোগ্য নির্বাচন দরকার। সেই নির্বাচন কবে হবে সেটা সরকারের যারা আছেন তারাই ঠিক করবেন।”
বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারপারসন, উপদেষ্টা, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি