রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বাবুল আক্তার এখন আদ-দ্বীন হাসপাতালের পরিচালক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.১২.২০১৬

ba-550x344

পূর্বাশা ডেস্ক:

বহুল আলোচিত পুলিশ সুপার বাবুল আক্তার এখন রাজধানীর মগবাজারের বেসরকারি আদ-দ্বীন হাসপাতালের পরিচালক হিসেবে চাকরিতে যোগদান করেছন। নিয়মিত অফিসও করছেন বলে জানান,তার শ্বশুর মোশাররফ হোসেন ও হাসপাতালের প্রশাসন বিভাগ।

স্ত্রী মাহমুদা খানম মিতু খুন হওয়ার পর চাকরি থেকে অব্যাহতি চান বাবুল আক্তার। পরে চাকরি ফিরে পাওয়ার আবেদন করেলও তা ফেরত পাননি। এরপর থেকে নিজেকে আড়াল করে নেন বাবুল আক্তার। ১ নভেম্বর থেকে আদ-দ্বীন হাসপাতালে চাকরি নেন তিনি।

৫ জুন চট্টগ্রামে খুন হন মাহমুদা খানম মিতু। যার সাত মাসের তদন্তেও পুলিশ ওই হত্যাকা-ের রহস্য উন্মোচন করতে পারেনি।

হত্যাকা-ের পর থেকে একের পর এক নাটকীয় ঘটনা সামনে আসে। হঠাৎ নিখোঁজ হয়ে যায় সন্দেহভাজন আসামি মুসা সিকদার ওরফে আবু মুসা ও তার সহযোগী কালু। পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যায় দুই সন্দেহভাজন রাশেদ ওরফে ভাগিনা রাশেদ ও আবদুল নবী।

এমতাবস্থায় এই ঘটনা এবং বাবুল আক্তারের চাকরি ছাড়া বা ফিরে পাওয়ার আবেদন সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন তৈরি করেছে।

৬ সেপ্টেম্বর পুলিশের চাকরি থেকে অব্যাহতি দেয়া হয় বাবুল আক্তারকে। তার পরে ১ নভেম্বর তিনি আদ-দ্বীন হাসপাতালে যোগ দেন।

জানা যায়, বাবুল আক্তার সকালে বাসা থেকে বের হয়ে সন্ধ্যায় ফিরে। সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে তার কিছু না কিছু করতেই হতো। তাই সে নতুন চাকরি নিয়েছে। এতে বাবুল তার মানসিক চাপ থেকে কিছুটা হলেও বের হয়ে আসতে পারছে।

এইদিকে আদ-দ্বীন হাসপাতালের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বাবুল আক্তার হাসপাতালের বেতনভুক্ত পরিচালক হিসেবে কাজে যোগ দিয়েছেন। তিনি হাসপাতালের সার্বিক বিষয়ে দেখাশোনা করছেন এবং নিয়মিত অফিস করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি