রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


হাসপাতাল থেকে পালানো কয়েদি গ্রেপ্তার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.১২.২০১৬

%e0%a6%86%e0%a6%9f%e0%a6%95-%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%97%e0%a7%8b
নিজস্ব প্রতিবেদক:

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া কয়েদি মো. সোহেলকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে।

আজ রোববার ভোরে কেরানীগঞ্জ থেকে সোহেলকে গ্রেপ্তার করে কারা পুলিশ। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার জাহাঙ্গীর কবীর এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

গতকাল মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শৌচাগার থেকে পালিয়ে যান কেরানীগঞ্জের সোহেল। মাদক মামলায় তাঁর দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড হয়।

ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, গত ১৪ অক্টোবর থেকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন সোহেল। তিনি অসুস্থ ছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছিল। তিনি হাসপাতালের ২১৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা শেষে তাঁকে ছাড়পত্র দেন চিকিৎসক। সোহেলকে আবার কারাগারে নেওয়ার উদ্যোগের একপর্যায়ে হাসপাতালের শৌচাগার থেকে পালিয়ে যান তিনি। এ ঘটনায় দুই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করেছে কারা কর্তৃপক্ষ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি