রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ভারত-বাংলাদেশ স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শুরু হচ্ছে আজ


ভারত-বাংলাদেশ স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শুরু হচ্ছে আজ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১২.২০১৬

border-550x278
পূর্বাশা ডেস্ক:

সন্ত্রাস বিরোধী সহযোগিতা বৃদ্ধি, গোয়েন্দা তথ্য বিনিময়, সীমান্তে চোরাচালানসহ আঞ্চলিক নিরাপত্তাজনিত ইস্যু নিয়ে আজ সোমবার থেকে হচ্ছে বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। দুই দিনব্যাপী এ আলোচনায় নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব মো. মোজাম্মেল হক খান ও ভারতের স্বরাষ্ট্র সচিব রাজিব মহর্ষি।

ভারতের প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়, বৈঠকে উপমহাদেশে আইএসের তৎপরতা বৃদ্ধি, ভারত ও বাংলাদেশের কিছু এলাকায় জিহাদী গোষ্ঠির অস্তিত্ব ও তা মোকাবেলার উপায় নিয়ে মত-বিনিময় হবে বৈঠকে। এছাড়া বৈঠকে দুই দেশই সীমান্তে গবাদিপশু, মাদক, অস্ত্র, চোরাচালান রোধের উপায় নিয়ে আলোচনা করবে।

ভারতে লুকিয়ে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি এবং যুদ্ধাপরাধীদের ধরতে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের ওপর চাপ সৃষ্টি করা হতে পারে বলে মনে করা হচ্ছে। এর পাশাপাশি গত ১ জুলাই ঢাকার গুলশানে হলি আর্টিজান রেঁস্তোয়ায় জঙ্গি হামলার ঘটনার তদন্তের অগ্রগতির বিষয়েও দুই দেশের মধ্যে তথ্য বিনিময় করা হতে পারে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি