শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » শিক্ষা » মাদ্রাসার অষ্টম শ্রেণির একটি পাঠ্যবইয়ে ‘জিহাদ’ মানে ‘কতল বা খুন’


মাদ্রাসার অষ্টম শ্রেণির একটি পাঠ্যবইয়ে ‘জিহাদ’ মানে ‘কতল বা খুন’


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১২.২০১৬

uskani-550x367
পূর্বাশা ডেস্ক:

জঙ্গিবাদকে উসকে দেয়ার মতো লেখা ছাপানোর অভিযোগ উঠেছে মাদ্রাসা বোর্ডের অষ্টম শ্রেণির পাঠ্যবইয়ের একটি অনুচ্ছেদে। বইয়ের কপি ইতোমধ্যেই দুই লাখেরও বেশি কপি বই জেলা-উপজেলার বিভিন্ন মাদ্রাসায় পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তে সাত সদস্যের একটি তদন্তু কমিটি গঠন করেছে জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড।

অষ্টম শ্রেণির আল আকায়েদ ওয়াল ফিক্হা পাঠ্যপস্তুকের ৩৮ ও ৩৯ নম্বার পৃষ্ঠার চতুর্থ পরিচ্ছেদে ইসলাম ধর্মের মূল স্তম্ভ নিয়ে আলোচনা করা হয়েছে। সেখানে জিহাদের ভুল ব্যাখ্যা রয়েছে বলে উঠেছে অভিযোগ। পুস্তুকের এই অংশে জিহাদকে কতল বা খুন বলে অভিহিত করা হয়েছে।

সম্প্রতি বিষয়টি গোয়েন্দা সংস্থার নজরে আসায় জাতীয় পাঠ্যপুস্তক বোর্ডকে জানানো হয়। এর প্রেক্ষাপটে গত রোববার এনসিটিবি বোর্ড সাত সদস্যের কমিটি করে। দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে এই কমিটিকে।

বিশেষজ্ঞরা বলছে, ধর্মীয় বিষয়ের ভুল ব্যখ্যা শিশু-কিশোরদের বিভ্রান্ত করতে পারে। তাই সঠিক তথ্যনির্ভর পাঠ্যবই তৈরিতে সরকারকে আরো সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন তারা।

পাঠ্যপুস্তক বোর্ড বলছে, মাদ্রাসার সব পাঠ্যবইয়ের বিষয়বস্তু ঠিক করা ও তদারকির দায়িত্ব মাদ্রাসা বোর্ডের। তাই এক্ষেত্রে মাদ্রাসা বোর্ডের কোনো গাফিলতি আছে কিনা তাও খতিয়ে দেখছে তদন্ত কমিটি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি