শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


রোহিঙ্গা বোঝাই চারটি নৌকা ফেরত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১২.২০১৬

naf1480915258

পূর্বাশা ডেস্ক:

কক্সবাজারের টেকনাফ উপজেলার বিভিন্ন সীমান্ত অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গা বোঝাই চারটি নৌকা ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার সকাল ৭টার দিকে নাফ নদীর তিনটি পয়েন্ট দিয়ে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছিল। পরে সকাল ৯টার দিকে তাদের ফিরিয়ে দেওয়া হয়।

বিজিবির টেকনাফ-২-এর অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, সকালে নাফ নদীর জাদিমুরা সীমান্তের তিনটি পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গা বোঝাই  চারটি নৌকা ফেরত পাঠানো হয়েছে। প্রতিটি নৌকায় ১০ থেকে ১৫ জন করে রোহিঙ্গা ছিল।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি