রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ইউরোপ যেতে নিজ অঙ্গ বিক্রি করছে শরণার্থীরা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.১২.২০১৬

264256_1
পূর্বাশা ডেস্ক:

ইউরোপে যাবার জন্য নিজেদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করছে শরণার্থীরা। সম্প্রতি মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয় সেদেশের একটি অবৈধ অঙ্গ বাণিজ্য চক্রকে গ্রেপ্তার করতে সক্ষম হলে এই তথ্য বের হয়ে আসে।

মিসর পুলিশ সম্প্রতি এই অবৈধ অঙ্গ বাণিজ্যের সঙ্গে যুক্ত ৪৫ জন ডাক্তার, নার্স, মধ্যস্থকারী এবং অঙ্গ ক্রেতাদের গ্রেপ্তার করেছে। ডেইলি মেইল সূত্রে জানা যায়, অবৈধ উপায়ে যারা অঙ্গ কিনে থাকেন তারা অধিকাংশ সময়েই আফ্রিকার শরণার্থীদের টার্গেট করে। কারণ তারা যেকোনো মূল্যে অর্থের বিনিময়ে ঝুঁকিপূর্ণ নৌকায় করে হলেও ইউরোপ যেতে চায়।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, উল্লেখযোগ্য সংখ্যক অপরাধীকে গ্রেপ্তারের পাশাপাশি বিপুল পরিমান অর্থ জব্দ করা হয়েছে। এছাড়াও এই কাজে মিসরের অর্থনৈতিক অবস্থা নষ্ট করার জন্য একটি দল গোপনে কাজ করছে। এমন অনেক ধনী ব্যক্তি রয়েছেন যাদের শারিরীক চিকিৎসার জন্য কোনো একটি বিশেষ অঙ্গ প্রয়োজন। কিন্তু সেই অঙ্গ বৈধ উপায়ে হাসপাতালে না পাওয়া গেলে বিপুল অর্থের বিনিময়ে অবৈধ উপায়েও অঙ্গ সংগ্রহ করার চেষ্টা করা হয়।

বেসরকারি হাসপাতাল এবং হেলথ সেন্টারগুলোর দিকে বিশেষ নজরদারি আরোপ করা হবে বলেও জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়। যে সকল প্রতিষ্ঠানের স্বাস্থ্যসেবা দেয়ার কোনো লাইসেন্স নেই সেই সকল প্রতিষ্ঠানগুলোকে অনতিবিলম্বে বন্ধ করে দেয়া হবে বলেও জানা যায়।

উল্লেখ্য, অবৈধ অঙ্গ বাণিজ্যের সঙ্গে যুক্ত থাকার অপরাধে যে ডাক্তারদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে কায়রো এবং আইন শামস বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ডাক্তারও রয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি