শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ইইউ চাইলে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে পারে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.১২.২০১৬

tofail1481180291

পূর্বাশা ডেস্ক:

বাণিজমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশ ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল করার সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে ২১টির কাজ শুরু হয়েছে। ইইউ চাইলে এসব শিল্পে বিনিয়োগ করতে পারে।

বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বাণিজ্য মন্ত্রণালয় ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বিজনেস কাউন্সিলের যৌথ সংলাপ অনুষ্ঠানের আগে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকারের গৃহীত উন্নয়নকাজের কারণে বিশ্বব্যাংক সম্ভাবনাময় অর্থনৈতিক শক্তি হিসেবে বাংলাদেশকে আখ্যায়িত করেছে।

সকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বাণিজ্য মন্ত্রণালয় ও ইইউ বিজনেস কাউন্সিলের যৌথ সংলাপ শুরু হয়।

সংলাপে ইইউ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুন। বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজমন্ত্রী তোফায়েল আহমেদ।

অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের নয়টি দেশের রাষ্ট্রদূত, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ১৪টি বিজনেস ফোরামের নেতা ও বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন।

সংলাপের শুরুতে স্বাগত বক্তব্যে মন্ত্রী বলেন, ‘সব বাধাবিপত্তি অতিক্রম করে রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জন করেছে বাংলাদেশ। গত অর্থবছরে আমরা ৩৪ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছি। চলতি বছরে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৭ বিলিয়ন ডলার। ২০২১ সালে ‍আমরা ৫০ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা অর্জন করতে চাই।’

তিনি আরো বলেন,  ‘রপ্তানি পণ্যের বৈচিত্র্য আনতে আমরা সাতটি সেক্টরকে অগ্রাধিকার ভিত্তিতে নগদ সহায়তা দিচ্ছি। তার মধ্যে  প্রথমেই রয়েছে তথ্যপ্রযুক্তি খাত। এ ছাড়া ফার্মাসিউটিক্যাল, চামড়া, পাট, কৃষিভিত্তিক শিল্প উল্লেখযোগ্যভাবে গুরুত্ব পাচ্ছে।’

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি