শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


নিখোঁজ ৭১ জেলের পরিবারের মানববন্ধন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.১২.২০১৬

cox_fisherman1481187958

পূর্বাশা ডেস্ক:

ঘূর্ণিঝড় নাডার কবলে পড়ে বঙ্গোপসাগরে নিখোঁজ জেলেদের উদ্ধারে সরকারের সহযোগিতা চেয়ে মানববন্ধন করেছেন নিখোঁজ জেলেদের পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে নিখোঁজ জেলেদের পরিবারের সদস্যরা দাবি করেন, গত ৬ নভেম্বর ঘূর্ণিঝড় নাড়ার কবলে পড়ে তিনটি ট্রলারে থাকা ৭৪ জন জেলে নিখোঁজ হন। এরপর ২৭ নভেম্বর তিন জেলে ফিরে আসেন। নিখোঁজ জেলেরা গভীর বঙ্গোপসাগরে কয়েকটি ট্রলারে ভাসমান অবস্থায় রয়েছেন বলে ফিরে আসা জেলেরা জানিয়েছেন। তাই নিখোঁজ জেলেদের উদ্ধারে সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন জেলে পরিবারের সদস্যরা।

মানববন্ধন শেষে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি