শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


৫৫ ছাত্রের চুল কর্তন : শাস্তি পাচ্ছেন ৪ শিক্ষক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.১২.২০১৬

ctg_41481173950

পূর্বাশা ডেস্ক:

চট্টগ্রামের ফটিকছড়িতে একটি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ৫৫ ছাত্রের চুল কেটে দেওয়ার ঘটনায় এক শিক্ষককে সাময়িক বহিষ্কার করা করা হয়েছে।

এছাড়া এ ঘটনায় আরো তিন শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে যাাচ্ছে কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে ফটিকছড়ি উপজেলার হেয়াকো বনানী উচ্চবিদ্যালয়ে চুল কেটে দেওয়ার ঘটনা ঘটে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর আজ বৃহস্পতিবার স্কুল কর্তৃপক্ষ শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে বলে জানা গেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মির্জা বখতেয়ার বকুল বলেন, জড়িত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ইতিমধ্যে আলমগীর হোসেন নামে এক শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আরো তিন শিক্ষকের বিরুদ্ধে আজ ব্যবস্থা নেওয়া হবে।

জানা যায়, গত মঙ্গলবার দুপুরে বার্ষিক পরীক্ষা শেষে বিভিন্ন শ্রেণির ৫৫ ছাত্রকে লম্বা চুল রাখার অপরাধে একটি কক্ষে একত্র করেন শিক্ষক আলমগীর হোসেন, তপন দাশ, মো. শহীদুল্লাহ, তৌহিদুল আলম। পরে সেলুনের দোকান থেকে কাঁচি এনে চার শিক্ষক মিলে ৫৫ ছাত্রের মাথার চুল কেটে দেন।

ছাত্ররা ঘটনাটি বাড়িতে গিয়ে অভিভাবকদের জানালে প্রথমে স্কুল কর্তৃপক্ষ ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। বুধবার এ ঘটনায় অভিভাবকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে স্কুল কর্তৃপক্ষ ঘটনা দায় স্বীকার করে।

বুধবার ফটিকছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল চন্দ্র নাথ বিদ্যালয়ে গিয়ে ঘটনার সত্যতা পাওয়ার পর দায়ী শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেন।

শিক্ষা অফিসার বাবুল চন্দ্র নাথ বলেন, ‘স্কুলছাত্রদের চুল কেটে দেওয়ার দায়ে শিক্ষক আলমগীর হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় জড়িত অপর তিন শিক্ষক তপন দাশ, মো. শহীদুল্লাহ ও তৌহিদুল আলমের বিরুদ্ধে আজ বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি