শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সকালে পরীক্ষা, অথচ তৈরি হয়নি প্রশ্ন


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.১২.২০১৬

265011_1

পূর্বাশা ডেস্ক:

প্রশ্নপত্র তৈরি না হওয়ায় নীলফামারীতে প্রাথমিকের ৪০ হাজার শিক্ষার্থী প্রথম দিনের বার্ষিক পরীক্ষা দিতে পারছে না। সারাদেশে শনিবার থেকে একযোগে শুরু হওয়া পূর্ব নির্ধারিত এ পরীক্ষা নিতে না পারায় বিপাকে পড়েছেন নীলফামারীর শিক্ষকরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবারের পরীক্ষার জন্য শুক্রবার সকাল থেকে উপজেলা শিক্ষা অফিসে প্রশ্নপত্র আনতে যান সদর উপজেলার প্রধান শিক্ষকরা। কিন্তু উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রশ্নপত্র সরবরাহ করতে কালক্ষেপণ করতে থাকেন।

এক পর্যায়ে বিকেলেও প্রশ্ন দিতে না পারায় শনিবারের পরীক্ষাটি সবার শেষে গ্রহণ করা হবে বলে শিক্ষকদের জানিয়ে দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা।

গুড়গুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা বলেন, ‘কাল (শনিবার) থেকে পরীক্ষা শুরু হবে। এটা সব শিক্ষার্থী এবং অবিভাকরা জানেন কিন্তু শুক্রবার উপজেলা শিক্ষা অফিসে প্রশ্ন আনতে গেলে প্রশ্ন দিতে পারেননি কর্মকর্তারা। আমরাও পরীক্ষা না নেওয়ার বিষয়টি অবিভাবক এবং শিক্ষার্থীদের জানাতে পারিনি। শনিবার পরীক্ষার্থীদের স্কুলে এসে ফিরে যেতে হবে।’

নীলফামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক ভূষণ চক্রবর্তী বলেন, ‘একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী কোন পরীক্ষা কখন হবে সেটি নির্ধারণ করা হয়ে থাকে। বার্ষিক পরীক্ষাও সরকারি ক্যালেন্ডার অনুযায়ী হওয়ার কথা। কিন্তু প্রশ্নপত্র তৈরি না হওয়ায় প্রথম পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হচ্ছে না। আমরা শিক্ষার্থীদের বিষয়টি জানাতে পারিনি, কালকে অবিভাবকদের কথা শুনতে হবে।’

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এক মাস আগে পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয় এবং যথাসময়ে পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করার কথা। সে হিসেবে শনিবার থেকে গোটা জেলায় প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত বার্ষিক পরীক্ষার দিন নির্ধারণ করা হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে নীলফামারী সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খন্দকার শরিফুল ইসলাম বলেন, ‘শুক্রবার কর্মশালায় ব্যস্ত থাকায় প্রশ্নপত্রের বিষয়টি সমাধান করতে পারিনি। প্রেস থেকে আমাকে প্রশ্নপত্র দিতে পারেনি। যার কারণে শনিবারের পরীক্ষা সব শেষে গ্রহণ করা হবে।’

অভিযোগ উঠেছে উপজেলা শিক্ষা কর্মকর্তার গাফিলতির কারণেই নির্ধারিত দিনে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না শিক্ষার্থীরা। দীর্ঘদিন থেকে উপজেলা শিক্ষা অফিসারের পদটি শুন্য থাকায় ভারপ্রাপ্ত দিয়ে চলায় হ-য-ব-র-ল অবস্থায় পড়েছে অফিসটি।

এ বিষয়টি জানেছেন বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলিপ কুমার বণিক। তিনি জানান, পরীক্ষা না হওয়ার দায় দায়িত্ব উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নিতে হবে। এ ব্যাপারে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

নীলফামারী সদর উপজেলায় ২০৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৪০ হাজার শিক্ষার্থী রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি