মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মিসরে বিস্ফোরণে নিহত ২০, আহত ৩৫


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.১২.২০১৬

mujta-egypt-blast

ডেস্ক রিপোর্ট : মিসরের রাজধানী কায়রোয় এক বোমা বিস্ফোরণে ২০ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে। সিরাপত্তা বাহিনীর সূত্রগুলো এখবর দিয়েছে।

আজ রোববার কায়রোর কপটিক খ্রিস্টান গির্জার কাছে এই বিস্ফোরণ ঘটে। এই ঘটনার জন্য তাৎক্ষণিকভাবে কোন দল বা গোষ্ঠী দায়িত্ব স্বীকার করেনি।

উল্লেখ্য, মাত্র দু’দিন আগে কায়রোর পশ্চিমাঞ্চলে সন্ত্রাসী বোমা হামলায় ছয় পুলিশ নিহত ও সাত ব্যক্তি আহত হয়। কায়রোর তালিবিয়া এলাকায় একটি নিরাপত্তা বাহিনীর চৌকি লক্ষ্য করে শুক্রবারের বোমা হামলা চালানো হয়।

আইএস-এর সঙ্গে সংশ্লিষ্ট সন্ত্রাসবাদী গ্রুপ আনসার বায়েত আল-মাকদিস বর্তমানে মিসরে সবচেয়ে সক্রিয়। গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ২০১৩ সালে অপসারণের পর থেকে ওই গ্রুপটি মিসরে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে বহু সন্ত্রাসী হামলা চালিয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি