মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


উপকূলে হাই অ্যালার্ট জারি ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ভারদা’,


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১২.২০১৬

265614_1
পূর্বাশা ডেস্ক:

ভারতের তামিলনাড়ু ও অন্ধ্র উপকূলে সোমবার দুপুরের মধ্যেই আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘ভারদা’। ইতোমধ্যে চেন্নাইয়ে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে।

দুই রাজ্যতেই জারি করা হয়েছে হাই অ্যালার্ট। সতর্ক থাকতে বলা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও নৌসেনাকে। চেন্নাই, কাঞ্চিপুরম, তিরুভাল্লুর এবং ভিল্লুপুরমের উপকূলবর্তী এলাকাগুলিতে স্কুল, কলেজ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার বিকালে চেন্নাইয়ের ৩৩০ কিলোমিটার পূর্বে ছিল ‘ভারদা’র কেন্দ্র। সোমবার দুপুরে তামিলনাড়ুর রাজধানী থেকে ৬০ কিলোমিটার দূরে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। প্রায় ৮০ থেকে ১০০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা করা হচ্ছে। সেই সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে বলে জানা গিয়েছে।

‘ভারদা’র জেরে উত্তাল হতে পারে সমুদ্র। প্রায় ১ মিটার উঁচু ঢেউ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগামী ৪৮ ঘণ্টা দুই রাজ্যের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে। তৈরি থাকতে বলা হয়েছে সেনা ও আধা সেনাকেও।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি