শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ট্রাম্পের সিদ্ধান্ত আরেকটি বিশ্বযুদ্ধ ঘটাতে পারে: ইরান


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.১২.২০১৬

265956_1

ডেস্ক রিপোর্ট ঃ

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যকে উস্কে দিলে তা আরেকটি বিশ্বযুদ্ধের কারণ হতে পারে বলে সাবধান করেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী হোসেন দেহগান। এতে ইসরাইল ও ছোট ছোট উপসাগরীয় আরব দেশগুলোও ধ্বংস হয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন তিনি।

প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ের ফলে বিশ্বজুড়ে একটি আশঙ্কা তৈরি হয়েছে যে, গত বছর প্রেসিডেন্ট বারাক ওবামা যে পারমাণবিক চুক্তিতে সই করেছিলেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রকে তা থেকে সরিয়ে আনবেন।

এর ফলেই উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশসমূহের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে বলে দাবি করেছেন দেহগান। তেহরানে আয়োজিত এক নিরাপত্তা সম্মেলনে তিনি বলেন, যদিও ট্রাম্প একজন ব্যবসায়ী, তবুও তিনি যাদেরকে সহকারি হিসেবে বেছে নিয়েছেন, তারা তার জন্য ভিন্ন কোনো রাস্তা তৈরি করে রাখতে পারেন। আর এ কারণেই সবাই, বিশেষ করে পারস্য উপসাগরীয় দেশগুলো বেশ অস্বস্তির মধ্যে আছে।

দেহগান বলেন, “সবকিছুকে ডলারের হিসেবে মাপার যে চরিত্র ট্রাম্পের রয়েছে, এতে মনে হয় না তিনি নিজে আমাদের দেশের বিরুদ্ধে কঠিন কোনো ব্যবস্থা নেবেন।”

“শত্রুরা ভুল হিসেব দেখিয়ে শত্রুরা যুক্তরাষ্ট্রের ওপর যুদ্ধ চাপিয়ে দিতে পারে… এমন একটি যুদ্ধ ইসরাইলকে ধ্বংস করে দেবে, পুরো এলাকাটাকে গিলে নেবে এবং হয়তো আরেকটা বিশ্বযুদ্ধের দিকে পৃথিবীকে নিয়ে যাবে,” দেহগানের বরাত দিয়ে জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা মেহের।

পারমাণবিক চুক্তিটি অনুসারে, ইরান তার নিউক্লিয়ার প্রকল্প সীমিত করে আনবে। তার বিনিময়ে দেশটির তেল শিল্প এবং বাণিজ্য খাতের ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে।

নির্বাচনী প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্প এই চুক্তির তীব্র সমালোচনা করেছেন। গত বছরের সেপ্টেম্বরে এক জনসভায় তিনি বলেন, “দেশকে সুরক্ষা দানের যোগ্য যে কোনো রাষ্ট্রনায়কের ২০১৭’র ২০ জানুয়ারি দৃঢ়ভাবে দাঁড়িয়ে এই সর্বনাশা চুক্তিপত্রটি ছিঁড়ে কুচিকুচি করে ফেলা উচিত।”

ট্রাম্প একই সঙ্গে চুক্তিটিকে একটি ‘বিপর্যয়’ এবং ‘আজ পর্যন্ত সই করা নিকৃষ্টতম চুক্তি’ হিসেবে উল্লেখ করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি