মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ভি‌ত্তিহীন সংবা‌দে বিভ্রান্ত হ‌বেন না: তারানা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.১২.২০১৬

1481638810_34

পূর্বাশা ডেস্ক:

ভি‌ত্তিহীন সংবা‌দে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। মঙ্গলবার ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান।

তারানা হালিম তার স্ট্যাটাসে লিখেছেন, ‘ভিত্তিহীন সংবা‌দে কান দি‌বেন না। যে কোনো ব্য‌ক্তির তথ্যের গোপনীয়তা রক্ষা করা আমা‌দের দা‌য়িত্ব। কোথাও কোনো তা‌লিকা তৈ‌রি করা হ‌চ্ছে না, প্রযু‌ক্তিগতোবে করা সম্ভবও না। পর্ণগ্রা‌ফি নিয়ন্ত্র‌ণে ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে। তা‌দের রি‌পো‌র্ট এখনো হা‌তে পেলাম না। কা‌জেই সকলকে অনু ‌রোধ করি, ভি‌ত্তিহীন সংবা‌দের উপর নির্ভর ক‌রে পোস্ট ‌দেওয়া ঠিক না। কা‌রো ব্য‌ক্তিগত ত‌থ্যের গোপনীয়তা আইনত লঙ্গন করা যায় না- করার প্রশ্নই উঠেন না। তাই ভি‌ত্তিহীন সংবা‌দে বিভ্রান্ত হ‌বেন না।’

সোমবার কয়েকটি গণমাধ্যম সংবাদ প্রকাশ করে, পর্নো সাইটে প্রবেশকারীদের পরিচয় প্রকাশ করার কথা জানিয়েছেন তারানা হালিম। আন্তর্জাতিক পর্ন সাইটগুলোর বিষয়ে তিনি বলেন, ‘এসব সাইটের ক্ষেত্রে আমরা এমন একটি কৌশল গ্রহণের ওপর গুরুত্ব দিচ্ছি যাতে এসব সাইটে প্রবেশকারীদের পরিচয় আমাদের কাছে প্রকাশ পাবে। তাই পরিচয় প্রকাশ হওয়ার ভয়ে পর্ন সাইটে প্রবেশে বিরত থাকবে।’ এ খবরের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্ত্রীর বক্তব্যের পক্ষে-বিপক্ষে বিশ্লেষণমূলক প্রতিক্রিয়া লিখেছেন তথ্যপ্রযুক্তিবিদ-গণমাধ্যমকর্মীসহ অনেকে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি