শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


খুলনা অঞ্চলের স্কুলছাত্রীরা ভুগছে নিরাপত্তাহীনতায়


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.১২.২০১৬

266116_1
ডেস্ক রিপোর্টঃ

সম্প্রতি খুলনার বিভিন্ন এলাকায় বেশকিছু স্কুলছাত্রী হত্যা, ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার হয়েছে। এতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা বলছেন, স্কুল পড়ুয়া কন্যাশিশুরা অনিরাপদ হয়ে পড়েছে। স্থানীয় আইনজীবী ও মানবাধিকারকর্মীরা বলছেন, প্রশাসনের অবহেলার কারণেই এ ধরনের ঘটনা রোধ করা যাচ্ছে না। জেলা প্রশাসক বলেছেন, স্পর্শকাতর বিষয়টি মাথায় রেখে স্কুল পড়ুয়া কন্যাশিশুদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বে সঙ্গে দেখা হচ্ছে।

সোমবার খুলনার রূপসা উপজেলায় সপ্তম শ্রেণির এক স্কুল ছাত্রীকে হত্যা করে দুর্বত্তরা। ৪ ডিসেম্বর খুলনা মহানগরীর টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক দফতরি তিন শিশুকে ধর্ষণ করে। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরির বিরুদ্ধে ছাত্রীদের যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। খুলনায় কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসায় পরপর শিশু যৌন হয়রানির ঘটনা ঘটেছে। সোনাডাঙ্গা থানাসংলগ্ন ও জিরো পয়েন্ট এলাকায় দু’টি মাদ্রাসায়ও কয়েকটি শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে।

এ ছাড়াও বিভিন্ন কোচিং সেন্টারের শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে মাঝে মাঝেই যৌন নির্যাতনের অভিযোগ পাওয়া যায়। বিষয়টি নিয়ে মারাত্মক উদ্বেগের মধ্যে রয়েছেন স্থানীয় অভিভাবকরা।

টুটপাড়া এলাকার স্থানীয় অভিভাবক লাকী বেগম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রভাবশালীদের ছত্রছায়ায় থাকায় শিশুদের যৌন নির্যাতন ও ধর্ষণ করেও পার পেয়ে যাচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কিছু নিম্নপদস্থ কর্মচারী।’ চিহ্নিত এসব প্রভাবশালীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এস এম মাসুদ মাহমুদ বলেন, ‘শিশু নির্যাতিত হওয়ার ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। স্কুলে আসা মেয়ে শিশুরা নির্যাতিত হলে স্কুল ব্যবস্থাপনা নিয়ে সংশয় সৃষ্টি হওয়াটাই স্বাভাবিক।’

মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনার সমন্বয়কারী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিচারের দীর্ঘসূত্রিতা ও সুষ্ঠু মনিটরিং ব্যবস্থার অভাবে মেয়ে শিশুদের নির্যাতনের শিকার হওয়ার ঘটনা দিন দিন বাড়ছে। হাইকোর্টের সুস্পষ্ট নির্দেশনায় প্রতিষ্ঠানভিত্তিক ‘যৌন নির্যাতন প্রতিরোধ কমিটি’ গঠনের কথা বলা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের ৫ সদস্যের একটি কমিটিও রয়েছে। কিন্তু বাস্তবে ওই কমিটির কোনও কার্যক্রম নেই।’

খুলনার নারী নেত্রী শিলভী হারুন বলেন, ‘বিচারহীনতা ও প্রশাসনের অবহেলার কারণেই এসব ঘটনা বাড়ছে। এসব অপরাধের দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত করা গেলে এমন ঘটনা কমিয়ে আনা সম্ভব হতো।’ রাজনৈতিক অস্থিরতা ও সামাজিক অবক্ষয়ের ফলে উচ্ছৃঙ্খল হয়ে যাওয়া ব্যক্তিরাই এ ধরনের ঘটনায় জড়িত বলে মন্তব্য করেন তিনি। এই প্রবণতা নিয়ন্ত্রণের জন্য আইনের কঠোর প্রয়োগসহ প্রশাসন ও সচেতন মহলের প্রতি দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

এ বিষয়ে খুলনা জেলা প্রশাসক নাজমূল আহসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। টুটপাড়া স্কুলের ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি স্কুলপড়ুয়া মেয়ে শিশুদের নিরাপত্তার বিষয়কে আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি