শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ধূমকেতুর আঘাত প্রতিরোধে পৃথিবী প্রস্তুত নয়!


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.১২.২০১৬

55

পূর্বাশা ডেস্ক:

সম্প্রতি নাসার বিজ্ঞানীরা এক সতর্ক বার্তায় জানিয়েছেন, যখন মহাকাশ থেকে কোন ধূমকেতু বা উপগ্রহের আঘাত আসে, সেই আঘাত প্রতিরোধে যথেষ্ট প্রস্তুত নয় পৃথিবী। বিজ্ঞানীরা বলছে, হঠাৎ আঘাত যদি আসে, তাহলে বিলুপ্তও হয়ে যেতে পারে পৃথিবী।

যেমন হয়েছিল ৬৫ লক্ষ কোটি বছর আগে ডাইনোসর যুগে।

মার্কিন জিওফিজিক্যাল ইউনিয়নের এক সভায় নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের বিজ্ঞানী ডক্টর জোসেফ নুথ  বলেন, এই মুহূর্তে যদি এমন কোন আঘাত আসে তাহলে ধ্বংস হয়ে যাবে পৃথিবী। তবে ৫০-৬০ লক্ষ কোটি বছর আগে এ ধরনের আঘাত মহাকাশ থেকে একাধিকবার হতো। তবে সাম্প্রতিককালে এমন আঘাত দু’বার পৃথিবীর কান ঘেষে বেরিয়ে গেছে। ১৯৯৬ সালে একবার বৃহস্পতির উপর আঘাত আনে ধূমকেতু এবং ২০১৪ সালে মঙ্গলগ্রহের কাছ দিয়ে বেরিয়ে যায় ধূমকেতুর আঘাত।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি