শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ওবামা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১২.২০১৬

Obama-Clinton.jpg

ডেস্ক রিপোর্ট :

মার্কিন নির্বাচনে রাশিয়ার হ্যাকিংয়ের বিষয়টি প্রমাণ হয়েছে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরিণ বিষয়ে রাশিয়ার হস্তক্ষেপের কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ন্যাশনাল পাবলিক রেডিওতে ওবামা এই ব্যবস্থা নেওয়ার কথা জানান।

ওবামা বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হ্যাকিং সম্পর্কে জানতেন এটি প্রমাণিত হয়েছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ নিতেই পুতিন এই হ্যাকিংয়ের কাজ করছে। জনাব পুতিন হ্যাকিং বিষয়ে আমার অনুভূতি সম্পর্কে জানতে পারছেন। কারণ আমি তাকে সরাসরি দায়ী করছি।

এর আগে চীনে জি-২০ সম্মেলনে ওবামা পুতিনকে সরাসরি আক্রমণ করেছিলেন। সম্মেলনের পরের মাসে হোয়াইট হাউজে সন্দেহভাজন হ্যাকিং হিসেবে রাশিয়ার নাম আসছে। ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির ইমেইলের হ্যাকিং করার জন্য রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার হোয়াইট হাউজের মুখপাত্র জশ আর্নেস্ট জানিয়েছেন, যুক্তরাষ্ট্র প্রতিশোধমূক ব্যবস্থা গ্রহণ করেছে। সিআইএ এর কাছে তথ্য আছে যে মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সহায়তায় জয়ী হয়েছেন।

আর্নেস্ট আরো বলেন, ট্রাম্পও এই বিষয়টি জানেন। রিপাবলিকানরা অবশ্যই রাশিয়ার সহায়তায় নির্বাচনে জয়ী হয়েছেন। তবে হ্যাকিং করায় রাশিয়ার বিরুদ্ধে ঠিক কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেই বিষয়টি বলেননি হোয়াইট হাউজের মুখপাত্র আর্নেস্ট।

এদিকে ক্রিমলিন বরাবরের মতো মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের বিষয়ে অস্বীকার করে আসছে।

রাশিয়ার হস্তক্ষেপ ইতিবাচক নয় বলে মনে করেন খোদ রিপাবলিকানরাই। রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম ও জন ম্যাককেইন নির্বাচনে রাশিয়ার জড়িত থাকার বিষয়টির জন্য তদন্তের দাবি করেন। এই নির্বাচনে রিপাবলিকানদের পক্ষ নিয়ে কাজ করেছে তবে এটি ভালো লক্ষণ নয়। পরবর্তী নির্বাচনে রাশিয়ার হ্যাকাররা রিপাবলিকানদের জন্য কাজ করবেন বলে উদ্বেগ প্রকাশ করেন দুই শীর্ষ রিপাবলিকান নেতা।

সূত্র: সিএনএন



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি