শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বাল্যবিবাহ মেয়েদের স্বাস্থ্য সমস্যার মূল কারণ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১২.২০১৬

a-6

ডেস্ক রিপোর্টঃ

ঢাকায় আজ থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক স্যাইনন্টিফিক কনফারেন্স। ২দিনের এই সম্মেলনে মূলত নারীদের স্বস্থ্য ঝুঁকি এবং শিশুদের নির্যাতনের বিষয়টি উঠে আসবে বলে জানিয়েছেন আয়োজকরা। এখানে দেশের ১ হাজারেরও বেশি স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং ৩৫টি দেশ থেকে আসা বিশেষজ্ঞরা অংশ নেবেন।

এই বিষয়ে আয়োজকদেরই একজন চিকিৎসক রওশনারা বেগম বিবিসিকে বলেন, বর্তমানে বাংলাদেশি নারীদের জরায়ু ক্যান্সারে আক্রান্ত হওয়া প্রবণতা আগের চেয়ে অনেক বাড়ছে।

বিবিসিকে তিনি আরও বলেন, আমরা মেয়েদের শারীরিক কথা চিন্তা করে ৩টি বিষয় নিয়ে কাজ করছি। এর সাথে এবার আমরা শিশুদের নিয়ে কাজ করছি। তাছাড়া এবারের সম্মেলনে বাংলাদেশে কন্যা শিশুদের ধর্ষণের বিষয়টাকে সামনে নিয়ে এসেছি। কারণ আমাদের দেশে যে পরিমাণ কন্যা শিশু ধর্ষণ বাড়ছে তাতে সকলকে সচেতন হওয়া দরকার বলেই এই বিষয়টিকে সামনে নিয়ে আসা হয়েছে।

বাংলাদেশের মেয়েরা কি ধরণের স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে? বিবিসি বাংলার এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাল্যবিবাহ মেয়েদের জন্য প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমাদের সামনে। যদিও আমাদের দেশের আইনে রয়েছে যে, ১৮ বছরের আগে মেয়েদের বিয়ে হবে না। কিন্তু আমরা দেখি যে, প্রায় ৬৭ শতাংশ মেয়েদের ১৫ বছরেই বিয়ে হয়ে যায় এবং অনেকেরই ১৮ আগেই বাচ্চা হয়ে যাচ্ছে। যার ফলে দেখা যায় যে, মেয়েদের যেসকল স্বাস্থ্য সমস্যা দেখা যায় তার মূল কারণই বাল্যবিবাহ।

তিনি বলেন, একটা মেয়ের অল্পবয়সে বিয়ে হলে তার জীবনের ঝুঁকি তখন থেকেই শুরু হয়ে যায়। তার নিজের শারীরিক সমস্যা হচ্ছে, তার বাচ্চা অপুষ্টিকর হচ্ছে, ইত্যাদিসহ আস্তে আস্তে নানা সমস্যায় পড়ে । তাছাড়া আরেকটি বিসয় হলো ঝুঁকি নিয়ে বাড়িতে বাচ্চা প্রসব করে। যেখানে মৃত্যুর ঝুঁকি থাকে বেশি।

সন্তান জন্মানো ছাড়াও মেয়েদের আর কি কি স্বাস্থ্য ঝুঁকি রয়েছে? জাবাবে তিনি বলেন, ওই সকল মেয়েরা বাচ্চা প্রসবের পর বাড়িতে যতটুকু সাবধানতার সাথে থাকতে হয়। তা কিন্তু তারা থাকে না। যার ফলে দেখা যায় যে, তার তলপেটে ব্যাথা, শুকিয়ে যাওয়া , রুচি না থাকাসহ ইত্যাদি নানা সমস্যা দেখা যায়।

তিনি বলেন, মেয়েদের বিয়ের পরে এবং বিয়ের আগে সচেতনতার অভাবে বাংলাদেশের মেয়েদের ক্যান্সারের ঝুঁকিটা অনেক বেড়ে গেছে। আর এর মূল কারণই হলো বাল্যবিবাহ ও দ্রুত বাচ্চা নেওয়া।

আজকের সম্মেলনে মেয়েদের এই সকল বিষয়নিয়ে কতখানি আলোচনা হবে? বিবিসি বাংলার এমন প্রশ্নের জবাবে তিনি বলে, মেয়েদের বিয়ের আগে ও পড়ে নানা সমস্যা নিয়ে আজকের এই সম্মেলনে আলোচনা করা হবে। এবং যারা সমস্যার মধ্যে আছে তাদের সমাধানের বিষয়েও আলোচনা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি