মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


স্মার্টফোন নিরাপদ রাখার উপায়-


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১২.২০১৬

পূর্বাশা ডেস্ক:

দিন যতই গড়াচ্ছে বিশ্ব ততই প্রযুক্তি নির্ভর হচ্ছে। ফলে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারও বাড়ছে। এর মধ্যে সবচেয়ে বেশি বাড়ছে স্মার্টফোনের ব্যবহার। আর মোবাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো পাল্লা দিয়েই প্রয়োজনীয় সব প্রযুক্তি ও অ্যাপস স্মার্টফোনে সংযোজন করছে। তাই ফোনটি নিরাপদ রাখা খুব দরকার। কারণ প্রযুক্তি যত উন্নত হচ্ছে হ্যাকারাও ততটাই উন্নত হচ্ছে। জেনে নেওয়া যাক স্মার্টফোন সুরক্ষায় কিছু উপায়। ফোন নিরাপদ রাখতেই এতে পাসওয়ার্ড দিতে হবে। চাইলে প্যাটার্ন লকও করতে পারেন। আর পাসওয়ার্ডটি অবশ্যই জটিল হতে হবে। যাতে মোবাইল চোর বা হ্যাকাররা সহজেই মোবাইল থেকে তথ্য চুরি করতে না পারে। বুঝে-শুনে অ্যাপ ডাউনলোড করতে হবে। নতুন বা অপরিচিত কোনো অ্যাপ ডাউনলোড করা যাবে না। অচেনা অ্যাপ ডাউনলোড করলে সাইবার অ্যাটাকের শঙ্কা থাকে। এছাড়া অ্যাপে ম্যালওয়্যার থাকতে পারে। ফোনে তাকা তথ্যের ব্যাকআপ রাখুন। কম্পিউটারে, মেমোরি কার্ড বা ক্লাউডে ব্যাকআপ রাখুন। ফোন চুরি বা হারিয়ে গেছে তা কাজে লাগবে। ফোনের ধারণক্ষমতা বুঝে সেটা আপডেট দিতে হবে। নতুন কোনো অপারেটিং সিস্টেম আসলেই তা ফোন সঙ্গে সঙ্গে নেওয়া যাবে না। আপডেট দেওয়ার আগে দেখতে হবে সেটা আপনার ফোনসেট নিতে পারবে কিনা। স্মার্টফোন সুরক্ষিত রাখতে হলে সব সময় কাজের পর জিপিএস, ব্লুটুথ বা ফোনের অন্যান্য তারবিহীন যোগাযোগের সিস্টেম বন্ধ করে রাখতে হবে। এগুলো চালু থাকলে হ্যাকাররা সহজেই আপনার ফোন থেকে তথ্য চুরি করতে পারবে। ফোন বিক্রির আগে এতে থাকা ব্যক্তিগত তথ্য মুছে ফেলতে হবে। ফোন থেকে সব তথ্য মুছে ফেলার পর স্মার্টফেন পুনরায় চালু করুন। ইনিশিয়াল ফ্যাক্টরি সেটিংস দিয়ে ফোন থেকে সব তথ্য মুছে ফেলুন। ফোনের সুরক্ষার জন্যি এন্টিভাইরাস ব্যবহার করুন। কারণ ভাইরাসওয়ালা কম্পিউটারের সঙ্গে ফোন যুক্ত করলে তাতে ভাইরাস অ্যাটাক করতে পারে।

সূত্র: টপটেন রিভিউ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি