রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


২৭ বছর নির্বাচনের বাইরে পার্বত্য আঞ্চলিক পরিষদ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১২.২০১৬

tin-parbotto-porisod-550x367
ডেস্ক রিপোর্টঃ

২৮ ডিসেম্বরের জেলা পরিষদ নির্বাচন নিয়ে সারা দেশে বেশ আলোচনা চললেও তিন পার্বত্য জেলা এখনো নীরব। দুই যুগের বেশি সময় নির্বাচন না হওয়ায় পাহাড়ের মিনি সচিবালয়গুলো চলছে সরকার মনোনীত লোকদের দিয়ে।

১৯৮৯ সালের পর পার্বত্য জেলা বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে জেলা পরিষদ নির্বাচন হয়নি। ১৯৯৭ সালের শান্তি চুক্তিতে পার্বত্য জেলাগুলোকে আত্মনিয়ন্ত্রণের অধিকার দেয়া হয়। কিন্তু তারপরও এ পরিষদগুলো চলছে মনোনীত ব্যাক্তিদের দিয়ে। আইন অনুযায়ী নির্বাচিত জেলা পরিষদ সদস্যদের দিয়ে গঠন হবে আঞ্চলিক পরিষদ। এ পরিষদ তিন জেলাকে সমন্বয় করবে। কিন্তু নির্বাচন না হওয়ায় অকার্যকর হয়ে পড়েছে আঞ্চলিক পরিষদ। ১৯৯৬ সালের আগস্টে নির্বাচিত তিনটি পরিষদ ভেঙে একজন চেয়ারম্যান ও চার জন সদস্য মনোননয়ন দিয়ে তিন জেলাতেই পরিষদ গঠন করে সরকার। কিন্তু জনগণের অংশগ্রহণ নিশ্চিতে নির্বাচন চান মনোনীত সদস্যরাও।

২০১৫ সালের মার্চে পার্বত্য জেলা পরিষদগুলো পুনর্গঠন করে সরকার। এতে সাধারণ সদস্যসংখ্যা পাঁচ থেকে বাড়িয়ে ১৫ করা হয়। ২৮ ডিসেম্বর সারা দেশে জেলা পরিষদ নির্বাচন কিন্তু পার্বত্য তিন জেলা থাকছে নির্বাচনের বাইরে। -তথ্যসূত্র : ইনডিপেন্ডেন্ট টিভি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি