রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » লংমার্চে বাধা: শুক্রবার বিক্ষোভের ডাক ইসলামী আন্দোলনের


লংমার্চে বাধা: শুক্রবার বিক্ষোভের ডাক ইসলামী আন্দোলনের


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১২.২০১৬

267336_1

ডেস্ক রিপোর্টঃ

মিয়ানমারের আরাকান রাজ্যে মুসলিম রোহিঙ্গাদের ওপর গণহত্যার প্রতিবাদে মিয়ানমার সীমান্ত অভিমুখে লংমার্চ করতে পারেনি চরমোনাইয়ের পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে ইসলামী আন্দোলন। পুলিশের বাধায় যাত্রাবাড়ী মোড় থেকে ফিরে আসা দলের কর্মীরা পরে সমাবেশ করে পল্টন এলাকায়। এই সমাবেশ থেকে আগামী শুক্রবার জেলায় জেলায় বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

রবিবার দুপুরে বায়তুল মোকাররমের উত্তর গেটে প্রতিবাদ সমাবেশে ইসলামী আন্দোলনের আমির রেজাউল করিম এই বিক্ষোভের ডাক দেন।

মিয়ানমারের রাখাইন রাজ্যে মুসলিম রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে দেশটির সেনাবাহিনী। হত্যা, নির্যাতন, ধর্ষণ আর অগ্নিসংযোগের মুখে প্রাণ বাঁচাতে দলে দলে বাংলাদেশের দিকে ছুটে আসছে রোহিঙ্গারা। জাতিসংঘ মিয়ানমারকে সতর্ক করলেও অভিযান বন্ধে দেশটির সরকার কোনো উদ্যোগ নেয়নি।

রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় বাংলাদেশে বিশেষ করে ধর্মভিত্তিক দলগুলোর মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। নির্যাতন বন্ধ ও বিচারের দাবিতে লংমার্চের ডাক দিয়েছিল ইসলামী আন্দোলন। যাত্রাবাড়ী কাজলা ফ্লাইওভারের গোড়া থেকে সকাল সাড়ে ১০টায় এই লংমার্চ শুরু হওয়ার কথা ছিল।

কিন্তু পুলিশের বাধার মুখে ঢাকা থেকে বের হতে পারেনি লং মার্চ। এরপর নেতাকর্মীরা পুরানা পল্টনের আজাদ প্রোডাক্টের সামনে এসে অবস্থান নেয়। এখানে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ করে সমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সমাবেশে ‘লংমার্চে বাধা কেনো শেখ হাসিনা জবাব চাই’ বলে শ্লোগান দিতে দিতে জড়ো হতে থাকেন দলটির নেতাকর্মীরা। পরে বেলা ১২টার দিকে দলটির নেতাকর্মীরা বায়তুল মোকাররম উত্তর গেটে জড়ো হতে শুরু করেন। এতে পল্টন মোড়সহ আশপাশের সবকয়টি সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পরে রাজধানীবাসী। এই যানজট আশেপাশের এলাকাগুলিতে ছড়িয়ে পরে।

বিশৃঙ্খলা এড়াতে ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পুলিশের সাঁজোয়া যান, জল কামান ও রায়টকারও প্রস্তুত রাখা হয়। তবে শেষ পর্যন্ত কোনো ধরনের গোলযোগ হয়নি।

সমাবেশে রেজাউল করিম বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে এ লংমার্চটি করতে চেয়েছিলাম। গতকাল সন্ধ্যা পর্যন্ত তার অনুমতিও দিয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু হঠাৎ করে শান্তিপূর্ণ কর্মসূচিটি প্রশাসন করতে দিল না।’ তিনি বলেন, ‘সারাদেশ থেকে হাজার হাজার মানুষ কষ্ট করে লংমার্চ করতে এসেছিলো। শান্তিপূর্ণ এ কর্মসুচি করতে না দেয়ায় সরকারের প্রতি ধিক্কার ও নিন্দা জানাই।’

সমাবশে সংগঠনটির নায়েবে আমির ফয়জুল করিম সমাবেশে বেশ কিছু দাবি তুলে ধরেন। তিনি বলেন, রোহিঙ্গাদের ওপরে চলমান গণহত্যা ধর্ষণ এবং নির্যাতন বন্ধ করতে হবে। রোহিঙ্গা মুসলমানদের সকল নাগরিক এবং মানবিক অধিকার ফিরিয়ে দিতে হবে। বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফিরিয়ে নেয়ার ব্যবস্থা করতে হবে। আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা মুসলমানেদের গণহত্যা এবং নির্যাতনের বিচার করতে হবে এবং আরাকান রাজ্যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করতে হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি