মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ফেসবুকে এলো রঙ্গিন স্ট্যাটাস


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১২.২০১৬

267574_1

পূর্বাশা ডেস্কঃ

ফেসবুকে স্ট্যাটাস বা পোস্ট লেখার সময় একটা বিষয় নিশ্চয়ই খেয়াল করেছেন, এখানে লেখার রঙ বা ফরম্যাটিং পরিবর্তন করা যায়না। যাই লিখেন বা পোস্ট করেন না কেন, ফেসবুকের টেক্সট এডিটিং বক্সে এলে সবই কালো রংঙ্গের প্লেইন টেক্সট হয়ে যায়। এতে বাইরের কোনো হাইপারলিংক যোগ করা যায়না, কিংবা নিজের ইচ্ছেমত টেক্সট কালার বা ফন্ট সাইজ পরিবর্তন করা্ও যায়না। সম্প্রতি ফেসবুকে স্ট্যাটাস লেখার বক্সে নতুন একটি ফিচার যুক্ত হয়েছে যার মাধ্যমে আপনি রঙ্গিন স্ট্যাটাস পোস্ট করতে পারবেন।

কালার স্ট্যাটাস পোস্ট করার জন্য মোবাইলে ফেসবুক অ্যাপ ওপেন করুন। স্ট্যাটাস লেখার বক্সে লেখা শুরু করুন। কক্সের নিচের দিকে অনেক গুলো রঙ্গের ব্যাকগ্রাউন্ডের ক্যানভাসে দেখা যাবে।

এই সুবিধাটি এই মুহূর্তে ফেসবুকের মোবাইল অ্যাপে পাওয়া যাচ্ছে। ওয়েব ভার্সনে এখনো পাওয়া যায়নি। রঙ্গিন স্ট্যাটাস পোস্ট করার পর আপনার লেখাটি একটি রঙ্গিন ব্যাকগ্রাউন্ডের মধ্যে সাদা অক্ষরে প্রদর্শীত হবে। এগুলো কোন ফটো হিসেবে নয়, বরং টেক্সট হিসেবেই দেখা যাবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি