রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


নির্বাচন কমিশনার নিয়োগে আইন জরুরি: আ’লীগ


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.১২.২০১৬

1893-550x309
পূর্বাশা ডেস্ক:

কারা হবেন নির্বাচন কমিশনের সদস্য। নির্বাচনের সময় ঘনিয়ে আসলেই তুঙ্গে ওঠে এই বিতর্ক। সংবিধানে কমিশন গঠনে আইনের কথা থাকলেও ৪৪ বছরে কোন সরকারই নেয়নি সেই উদ্যোগ। বিতর্ক ও আস্থাহীনতা এড়াতে নির্বাচন কমিশনার নিয়োগে আইন করা জরুরি মনে করেন আওয়ামী লীগের নীতিনির্ধারকেরাও।

সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। তবে তা হবে একটি আইনের বিধান মেনে। ১৯৭২ সালের সংবিধানে এ বিষয়টি থাকলেও ৪৪ বছরে কোন সরকারই এ বিষয়ক আইন পাশের উদ্যোগ নেয়নি। ১৯৯০, ১৯৯৬ ও ২০০৭ সালে নির্বাচন কমিশন গঠন হয় তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের ইচ্ছেমতো।

অন্যান্য সময়ে ক্ষমতাসীন দলগুলো দলীয় বিবেচনায় প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার নিয়োগ দিয়েছে। ব্যতিক্রম হয় ২০১২ সালে। তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষে সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করেন। একই পদ্ধতি অনুসরণ করছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদও।

তবে সরকারের নীতি-নির্ধারকরা বলছেন, সংবিধান মেনে নির্বাচন কমিশন গঠনে আইন হওয়া উচিত।

আইনমন্ত্রী আনিসুল হক বরাবরই বলে আসছেন, এ সংক্রান্ত আইন জরুরি নয়। তবে সাবেক আইনমন্ত্রী ব্যরিষ্টার শফিক আহমেদ মনে করেন বিতর্ক এড়াতে আইনের কোন বিকল্প নেই।

নির্বাচন কমিশনার নিয়োগে আইন হলে নির্বাচনী ব্যবস্থা নিয়ে জনমনে যে আস্থাহীনতা তৈরি হয়েছে তাও দূর হবে বলে মনে করেন বিশ্লেষকেরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি