রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » হাসিনার নির্দেশে নির্বাচন ফেয়ার করার সিদ্ধান্ত নিয়েছি: ওবায়দুল


হাসিনার নির্দেশে নির্বাচন ফেয়ার করার সিদ্ধান্ত নিয়েছি: ওবায়দুল


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১২.২০১৬

268294_1

ডেস্ক রিপোর্টঃ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন নিয়ে বিএনপির শঙ্কা নাকচ করে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নারায়ণগঞ্জে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও ফেয়ার করার জন্য আমরা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সিদ্ধান্ত নিয়েছি। আমি অনুরোধ করবো, না জেনে, না বুঝে অন্ধকারে ঢিল ছুঁড়বেন না।’

সেতুমন্ত্রী বলেন, ‘নারায়ণগঞ্জের নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। এ নিয়ে বিতর্ক সৃষ্টি করে বিএনপিকে আন্দোলন করার কোনো সুযোগ দেওয়া হবে না।’

বুধবার বিকেলে আওয়ামী লীগের ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের যৌথ সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহায়তা করা হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন কমিশন যেন এই নির্বাচনে স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, এ জন্য সরকার ইসিকে সর্বাত্মক সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা সেখানে সংযম ও সহিষ্ণুতা পালন করে যাচ্ছি।’

তিনি বিএনপিকে উদ্দেশ করে বলেন, ‘তারা জিতলে সব ঠিক আর না জিতলে কারচুপি। এই মানসিকতা পরিহার করুন।’

প্রধানমন্ত্রীকে বহন করা বিমানে ক্রটির বিষয়ে তিনি অভিযোগ করে বলেন, দেশিয় ও আন্তর্জাতিক চক্রান্ত মিলে শেখ হাসিনাকে মারার জন্য এটা করেছে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, এ কে এম এনামুল হক শামীম, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় নির্বাহী সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি