রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


‘ভি’ চিহ্ন দেখিয়ে ভোট দিলেন সাখাওয়াত


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১২.২০১৬

45714_bnp

পূর্বাশা ডেস্ক:

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ‘ভি’ চিহ্ন দেখিয়ে ভোট দিলেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান। আজ সকাল ৮টায় সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ডের আদর্শ স্কুল কেন্দ্রে যান সাখাওয়াত। সেখানে ৮টা ০৫ মিনিটে ভোট দেন তিনি। এসময় ওই কেন্দ্রে ভোটার উপস্থিতি কম দেখা যায়। কেন্দ্র থেকে বের হয়ে ‘ভি’ চিহ্ন দেখিয়ে প্রতিক্রিয়া জানান সাখাওয়াত। সাংবাদিকদের তিনি বলেন, এখন পর্যন্ত ভেতরের পরিবেশ ভাল। আশা করছি শেষ অবধি এই পরিবেশ বজায় থাকবে। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হবে। প্রশাসন নিরপেক্ষ থেকে শেষ পর্যন্ত ভোট অনুষ্ঠান করবে আমার বিশ্বাস। তাই প্রথম প্রহরে এসে ভোট দিলাম। ভোটকেন্দ্রে পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেই অভিযোগ করে সাখাওয়াত বলেন, বিজিবি মোতায়েনের কথা শুনেছি। কিন্তু কোনো কেন্দ্রে বিজিবি সদস্য দেখিনি। তবে এখন পর্যন্ত কোনো কেন্দ্র থেকে অনিয়মের খবর পাননি উল্লেখ করে সাখাওয়াত বলেন, এ পর্যন্ত কোনো খারাপ খবর পাইনি। আশা করছি শেষ পর্যন্ত এমন খবর পাব না। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ভোটের ফল যাই হোক না কেন মেনে নেব। তবে প্রশাসন যেন কোনো পরিস্থিতিতে নির্বাচন থেকে সরে আসতে বাধ্য না করে। সাখাওয়াতের পাশে থাকা নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও গত সিটি নির্বাচনে বিএনপি’র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার বলেন, এখন পর্যন্ত ভোট সুষ্ঠু হচ্ছে। ভোটারদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ দেখা গেছে। আশা শেষ পর্যন্ত সুষ্ঠু পরিবেশ থাকবে। তবে এর ব্যত্যয় ঘটলে দায়ী থাকবেন প্রধানমন্ত্রী। আশা করছি তিনি এই নির্বাচন সুষ্ঠু করার মাধ্যমে আগামী জাতীয় নির্বাচনের পথ সুগম করবেন।

পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর দলীয় প্রতীকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে প্রথম ভোট হচ্ছে। বৃহস্পতিবার ভোট চলবে একটানা সকাল ৮ টা থেকে বিকাল চার টা পর্যন্ত।
মেয়র পদে সাতজন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৮ জন ও সাধারণ সদস্য পদে ১৫৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগ, বিএনপি, ওয়ার্কার্স পার্টি, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, কল্যাণ পার্টি ও ইসলামী ঐক্যজোট ভোটে রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি