রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


শঙ্কা-প্রত্যাশার মধ্যে আ.লীগ-বিএনপির মর্যাদার লড়াই


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১২.২০১৬

268406_1
পূর্বাশা ডেস্কঃ

বহুল আলোচিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন আজ বৃহস্পতিবার। নির্বাচনে মূলত নৌকা আর ধানের শীষ প্রতীকের লড়াই। এই লড়াইয়ে আওয়ামী লীগ প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী নৌকা প্রতীক নিয়ে জয় অনেকটাই নিশ্চিত ধরে নিয়েছেন। অন্যদিকে বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানও ধানের শীর্ষ প্রতীক নিয়ে জয়ের বিষয়ে শতভাগ প্রত্যাশী।

পেশি শক্তি প্রয়োগে কোনো ধরনের বিশৃঙ্খলা না হলে ভোটের লড়াইয়ে ফলে কে হবেন নগর পিতা তা জানতে আর মাত্র কয়েক ঘন্টা অপেক্ষা অপেক্ষা করতে হবে। বৃহস্পতিবার রাতেই জানা যাবে ক্ষমতার মসনদে কে বসবেন।

এ পর্যন্ত নাসিক এলাকায় পরিবেশ শান্তিপূর্ণ থাকলেও শেষ পর্যন্ত তা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে সব পক্ষ থেকেই। সকাল থেকে বিকাল পর্যন্ত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সিটি কর্পোরেশনের নির্বাচন হলেও নারায়ণগঞ্জের নির্বাচন গুরুত্বের দিক থেকে অর্জন করেছে জাতীয় নির্বাচনের চরিত্র।

এই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করায় এর গুরুত্ব আরো বহুগুণ বেড়েছে। আওয়ামী লীগও তার অন্তবিরোধ কাটিয়ে একক প্রার্থী দিতে পেরেছে। দলীয়ভাবে এই নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন পরোক্ষভাবে অংশগ্রহণ করেছেন তেমনিভাবে বিএনপি নেতা হিসেবে খালেদা জিয়াও অংশগ্রহণ করেছেন। এসব বিবেচনায় নারায়ণগঞ্জের নির্বাচনের মধ্যে প্রতিফলিত হচ্ছে জাতীয় নির্বাচনের চিত্র।

এই নির্বাচনেই প্রমাণ হবে আগামী দিনের জাতীয় সংসদের নির্বাচন কেমন হবে। সুতরাং নির্বাচনটি সবার কাছেই গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দল থেকে শুরু করে নির্বাচন কমিশন ও প্রশাসন সবার চোখ এই নির্বাচনের দিকেই।

নারায়ণগঞ্জ সিটি নির্বাচন প্রথমবারের মতো দলীয় প্রতীকে হচ্ছে। বিভিন্ন দলের ৫ প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও মূল আলোচনায় রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী এবং বিএনপির সাখাওয়াত হোসেন খানকে নিয়ে। তবে ব্যালটে ৭ জন প্রার্থীর নাম ও প্রতীক থাকবে। এরই মধ্যে দুজন বিএনপির প্রার্থীর সমর্থনে নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও বাংলাদেশ কল্যাণ পার্টির প্রার্থী। তবে ব্যালটে তাদের নাম ও প্রতীক থাকবে।

এদিকে আইভী এবং শাখাওয়াত দুজনই ভোট জালিয়াতির আশঙ্কা করছেন। আইভী শিবিরের অভিযোগ একটি মহল তাদের নিজস্ব অনুগতদের নৌকার ব্যাচ ব্যবহার করাবে ঠিকই কিন্তু ভোট দিবে ধানের শীষে। আর শাখাওয়াত শিবিরের অভিযোগ তার কর্মী-ভোটারদের বিভিন্নভাবে ভয় ভীতি দেখানো হচ্ছে, যাতে তারা ভোট দিতে না যায়। সিটি কর্পোরেশনে মেয়র পদে প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচন ঘিরে জাতীয় রাজনীতিতেও সৃষ্টি হয়েছে উত্তাপ। বড় দুই দল আওয়ামী লীগ আর বিএনপি এ নির্বাচনকে দেখছে মর্যাদার লড়াই হিসেবে। দলীয় প্রার্থীকে জয়ী করতে দলীয় সব ধরনের চেষ্টা চালিয়েছেন দল দুটির সর্বস্তরের নেতারা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ নির্বাচনের ফলাফলের ওপর নির্ভর করছে পরবর্তী জাতীয় ইস্যু।

এদিকে নাসিক নির্বাচনকে ঘিরে প্রধান দুই দলের নেতাকর্মীরা নির্ঘুম রাত কাটিয়েছেন বলে জানা গেছে। কেননা, নেত্রীর আদেশ বলে কথা। যেকোনো মূলে নিজ নিজ দলীয় প্রার্থীর বিজয় চাই। স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি কেন্দ্রীয় নেতাদেরও ঘুম হারাম। এছাড়া সারাদেশের রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষেরও দৃষ্টি এখন নারায়ণগঞ্জের দিকে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি