রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


শান্তিপূর্ণ ভোটগ্রহণে শেষ হলো নাসিক নির্বাচন


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১২.২০১৬

160221naranginj_city_corporation

পূর্বাশা ডেস্ক:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে অবাধ, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হলো। নির্বাচনী এলাকায় কোনো ধরনের অপ্রতিকর ঘটনার অভিযোগ বা খবর পাওয়া যায়নি।

তবে কোনো কোনো ভোট কেন্দ্রে ধীর গতিতে ভোট গ্রহণের অভিযোগ আছে। বৃহস্পতিবার সকালে ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল ৪টা পযর্ন্ত। নির্বাচনী এলাকা থেকে জানা গিয়েছে, শীতের সকালে ভোটাদের উপস্থিত কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিত বাড়তে থাকে। ভোটাররা উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে, বিপুল উৎসাহ ও উদ্দীপনায় তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। মিজমিজি পাইনাদী ফাজিল মাদ্রাসার ১ নম্বর ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. শফিকুল ইসলাম বলেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। এটা রেয়ার কেস। কোনো চাপ আছে কী-না জানতে চাইলে তিনি বলেন, না, এখন পযর্ন্ত কোনো ধরনের সমস্যা হচ্ছে না।

৯৮ নং পাইনাদী সরকারি প্রথমিক বিদ্যালয়ে দয়িত্বরত পুলিশের উপ পরিদর্শক নুর হোসেন বলেন, কোনো ধরনের সমস্যা হচ্ছে না। এবং কোনো অপ্রিতিকর ঘটনার সম্ভাবনাও নেই। খুব শান্তিপূর্ণ ভোটে চলছে। এছাড়া নির্বাচনী এলকায় ভোটাদের দাবি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তার নগর পিতা নির্বাচনের প্রত্যাশার কথাও তুলে ধরেন। এদিকে ফল যাই হোক, তা মেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন দিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী ও বিএনপির ড. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার সকালে দুই প্রার্থীই নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়ে নির্বাচনী ফল মেনে নেওয়ার কথা জানান। এদিকে কেন্দ্র পরিদর্শনকালে জেলা পুলিশ সুপার বলেন, কোন বিশৃঙ্খলা ছাড়াই ভোটগ্রহণ চলছে। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রন রয়েছে। প্রত্যেক ভোটার আমাদের গুরুত্বপূর্ণ। ভোটারদের প্রবিত্র আমানত রক্ষা করতে যা যা দরকার তা ব্যবস্থা নেব। সকাল সোয়া ৮টায় শহরের ১৩নং ওয়ার্ডের আদর্শ স্কুলকেন্দ্রে ভোট দেন বিএনপির প্রার্থী ড. সাখাওয়াত হোসেন। এর পর সকাল সাড়ে ৯টার দিকে শহরের শিশুবাগ স্কুল ভোটকেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি