রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


জাতীয় নির্বাচনে ১৫১ জনপ্রিয় নেতার তালিকা করছেন শেখ হাসিনা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১২.২০১৬

nibachon

ডেস্ক রিপোর্ট : আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হতে প্রায় দেড়শ আসনে দলীয় প্রার্থীতায় নতুনমুখ দেখা যেতে পারে ক্ষমতাসীন আওয়ামী লীগে। নারায়ণগঞ্জ সিটির নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর মতো স্থানীয়ভাবে জনপ্রিয় দেড়শ প্রার্থীর তালিকা তৈরি করছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এবিষয়ে একাধিক আওয়ামী লীগ নেতা বলেন, ১৫১ আসনের জন্য আইভীর মতো জনপ্রিয় নেতার তালিকা করছেন শেখ হাসিনা।

নারায়ণগঞ্জ সিটির মেয়র পদে দলীয় মনোনয়নের জন্য স্থানীয় আওয়ামী লীগ আইভীর নাম প্রস্তাব করেনি। ২০১১ সালের নির্বাচনে দলীয় সিদ্ধান্ত না মেনে প্রার্থী হওয়া, বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের বিভিন্ন সুযোগ দেওয়াসহ নানা অভিযোগ ছিল আইভীর বিরুদ্ধে। কিন্তু শেখ হাসিনা একক সিদ্ধান্তে এবার মনোনয়ন দেন আইভীকে। অবশেষে বিপুল ভোটে জয়ী হয়েছেন আইভী।

স্থানীয় আওয়ামী লীগ যে তিনজনের নাম প্রস্তাব করেছিল তাদের কাউকে মনোনয়ন দিলে নৌকা জয়ী হতে পারতো না বলেই মনে করেন আওয়ামী লীগ নেতারা। যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল বলেন, প্রচারণা করতে গিয়ে দেখেছি আইভীর কত জনপ্রিয়তা আছে। অনেকেই বলেছেন, আমরা বিএনপি করি। তবে মেয়র নির্বাচনে নৌকাকে নয় আমরা আইভীকে ভোট দিব।

নারায়ণগঞ্জ সিটি এলাকায় আওয়ামী লীগ এবং বিএনপির দলীয় ভোটের পার্থক্য বেশী না। প্রায় ৫ লাখের মতো ভোটারের মধ্যে বেশিরভাগ ভোটারই নারায়ণগঞ্জ-৪ আসনে।

২০০৮ সালের নির্বাচনে এই আসনে আওয়ামী লীগ প্রার্থী সারা বেগম কবরী মাত্র দুই হাজার ভোটে বিএনপির প্রার্থীকে পরাজিত করেছিলেন। ১৯৯১ ও ২০০১ সালের নির্বাচনে এখানে জয়ী হয় বিএনপি।

বিগত দশম সংসদ নির্বাচনে অংশ নেয়নি বিএনপিসহ তাদের জোট শরিক দলগুলোর। আগামী নির্বাচনে তারা অংশ নেবে এটি এখন পরিস্কার হয়ে গেছে। ফলে আগামীতে ক্ষমতায় আসতে বর্তমান এমপিদের প্রায় অর্ধেকই মনোনয়ন গালিবার বাইরে রাখবেন শেখ হাসিনা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি