রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আওয়ামী লীগের ডাবল জয়


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১২.২০১৬

bd-pratidin-20-11-16-f-01

পূর্বাশা ডেস্ক:

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে একসঙ্গে দুটি বিজয় ঘরে তুলেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করেই জিতেছে তারা। পাশাপাশি নৌকার জয় নিশ্চিত করে জনপ্রিয়তার উর্ধগতিও দেশবাসীর সামনে প্রমাণ করেছে আওয়ামী লীগ। দলীয় প্রতীক নৌকাও জিতেছে, অন্যদিনে তাকলাগানো নিরপেক্ষ নির্বাচন করে রাজনৈতিক প্রধান প্রতিপক্ষ বিএনপিকেও কড়া জবাব দিতে পেরেছে তারা। এ কারণেই দলটির নীতিনির্ধারক নেতারা বলছেন, নাসিক নির্বাচনে তারা ‘ডাবল’ বিজয় ঘরে তুলেছেন।

নাসিক নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনভাবেই সরকারবিরোধী আন্দোলনের নতুন ইস্যু তৈরি করতে না পারে সেজন্য প্রথম থেকেই সতর্ক ছিল আওয়ামী লীগের হাইকমান্ড। জাতীয় সংসদ নির্বাচনের আর বেশি দেরি নেই। তাই নারায়ণগঞ্জে ‘প্রশ্নবিদ্ধ’ নির্বাচন করে এই মুহূর্তে সরকার কোন সমালোচনার মুখোমুখি হতে চায় না। আবার নৌকার পরাজয়ও যাতে না হয় সেদিক থেকেও ছিল প্রথম থেকেই সতর্ক।

সূত্রগুলো বলছে, প্রশ্নবিদ্ধ নির্বাচন যেমন দেশে-বিদেশে সরকারের ভাবমূর্তি নষ্ট করবে, তেমনি নৌকার প্রার্থী পরাজিত হলে সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোবলেও চিড় ধরবে। তাই দুটি বিজয়ই ছিল দলটির কাছে একটি অঘোষিত চ্যালেঞ্জ। এই দুটি বিষয়ের গুরুত্ব অনুধাবন করেই নারায়ণগঞ্জে সবচেয়ে জনপ্রিয় প্রার্র্থী ডাঃ সেলিনা হায়াত আইভীকে বেছে নিয়ে তার হাতে নৌকা প্রতীক তুলে দিয়েছিল আওয়ামী লীগ। দলের হাইকমান্ডের এই সিদ্ধান্ত যে কতটুকু সঠিক ছিল বৃহস্পতিবারের নাসিক নির্বাচনে তা প্রমাণ হয়েছে। নৌকা প্রতীকে ডাঃ আইভী প্রায় ৮০ হাজার ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করেছেন ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় থাকা বিএনপির সাখাওয়াত হোসেন খানকে। একইসঙ্গে শতভাগ নিরপেক্ষ নির্বাচনের চ্যালেঞ্জও বেশ ভালভাবেই উত্তীর্ণ হয়েছে ক্ষমতাসীন দলটি।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের প্রবীণ নেতা ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আওয়ামী লীগের প্রতীক ও ব্যক্তিগত ইমেজ সেলিনা হায়াত আইভীকে মেয়র পদে নির্বাচিত হওয়ার বিষয়ে সাহায্য করেছে। কেননা নারায়ণগঞ্জের নির্বাচনে দুই প্রতীকের মধ্যে ভোটযুদ্ধ হয়েছে। আমাদের প্রার্থী ৭৯ হাজার ৫৬৭ ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থীকে পরাজিত করে মেয়র হয়েছেন। সততা, আদর্শ ও ন্যায়নিষ্ঠার ইস্যুতে আমাদের প্রার্থীর বিষয়ে কারও প্রশ্ন ছিল না। এই নির্বাচনে আমাদের প্রার্থীর মার্কা ও তার ইমেজ এক সঙ্গে কাজ করেছে। এ কারণেই ভোটের ব্যবধানও বেড়েছে। তবে নির্বাচনের পর বিএনপির প্রার্থী ও কর্মীরা বিভিন্নভাবে এদিক-ওদিক ইশারা করে যা বলছেন তা ঠিক হয়নি।

নাসিক নির্বাচনের নিরপেক্ষতার প্রশ্নে সামান্য ভুল-ত্রুটির কথা প্রধান প্রতিপক্ষ বিএনপিও জোরের সঙ্গে বলতে পারেনি। নির্বাচনের দিন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনে বলেছিলেন, বাহ্যিকভাবে সুষ্ঠু নির্বাচনের বাতাবরণ সৃষ্টি করে সেলিনা হায়াত আইভীকে ঘোষণা করা হয়েছে। এতে সত্যিকার অর্থে গণরায়ের প্রতিফলন ঘটলে আমরা সেটিকে শুভেচ্ছা জানাই। কিন্তু ২৪ ঘণ্টা পরেই ভোল পাল্টিয়ে রিজভী দাবি করেন, নির্বাচনে ভোটগ্রহণ, গণনা, ফলাফল ইত্যাদি বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত করতে হবে।

নির্বাচনের ভোট ‘গণনার ত্রুটির’ অভিযোগকে ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নারায়ণগঞ্জের ভোট ‘অনুকরণীয়’ হয়ে থাকবে। নাসিক নির্বাচন এক কথায় এটি বাংলাদেশের ইতিহাসে একটি মডেল নির্বাচন। অনেক উদ্বেগ-উৎকণ্ঠা ছিল এ নির্বাচন নিয়ে। কিন্তু সব ধারণা পাল্টে দিয়েছে এ নির্বাচন। একে গণতন্ত্রের বিজয় বলেও দাবি করে তিনি বলেন, এ বিজয় শুধু নৌকার বিজয় নয়, গণতন্ত্রের বিজয়, নারায়ণগঞ্জবাসীর বিজয়, জননেত্রী শেখ হাসিনার বিজয়। এই নির্বাচনে পথ ধরে আগামী নির্বাচনও আমরা এভাবে করতে চাই।

আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপির অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, নাসিক নির্বাচন থেকে শিক্ষা নিয়ে বিএনপির উচিত ২০১৯ সালের জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত হওয়া। চরম বিরোধিতাকারীরাও বলতে পারেনি এই নির্বাচনে কোন কারচুপি হয়েছে। তাই শেখ হাসিনার অধীনে যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয় তা প্রমাণ হয়ে গেছে। তাই খালেদা জিয়াকে বলব ভুল সংশোধন করে জামায়াতকে পরিহার করে নির্বাচনের মাঠে আসুন। মাঠে খেলা হবে ২০১৯ সালে। তিনি বলেন, বিজয়ের মাসে আরেকটি বিজয় পেয়েছে আওয়ামী লীগ। বিজয় হয়েছে শেখ হাসিনারও।

নারায়ণগঞ্জ নির্বাচন নিয়ে বিএনপির বক্তব্য ‘উ™£ান্তের প্রলাপ’ উল্লেখ করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, এই নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। এ নির্বাচনে জনগণ বিএনপির পেট্রোল বোমার রাজনীতির সমুচিত জবাব দিয়েছে। ভবিষ্যতেও জনগণ এর জবাব দেবে। আর নির্বাচন নিয়ে বিএনপির বক্তব্যে উ™£ান্তের প্রলাপ ছাড়া আর কিছুই না। তারা শেষ পর্যন্ত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিল। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীসহ দেশের জনগণ তাদের সেই সুযোগ দেয়নি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি