শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » মিডিয়া » ইত্তেফাক দেশ জাতি ও জনগণের মুখপত্র -কুমিল্লায় প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা


ইত্তেফাক দেশ জাতি ও জনগণের মুখপত্র -কুমিল্লায় প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১২.২০১৬

comilla-ittefaq-64-anniversary-pic-02-dt-24-12-16
স্টাফ রিপোর্টারঃ
‘ইত্তেফাক মানেই একটি ইতিহাস। ইত্তেফাককে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস লিখা যাবে না। স্বাধীনতা, গণআন্দোলনসহ দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে ত্যাজোদীপ্ত ভূমিকা রেখেছে ইত্তেফাক। এসব কারণেই পত্রিকাটির প্রতিষ্ঠাতা তোফাজ্জল হোসেন মানিক মিয়া সাংবাদিকতার ইতিহাসে চির স্মরণীয় ও পথিকৃৎ হয়ে থাকবেন। জীবনে কিছু না করে তিনি ইত্তেফাককে দেশ, জাতি ও জনগণের মুখপত্র হিসেবে গড়ে তোলেছেন। অতীতের ন্যায় আগামীদিনেও ইত্তেফাক দেশ ও জনগণের কল্যাণে এর ধারাবাহিকতা রেখে এগিয়ে যাবে এটাই আমাদের প্রত্যাশা।’ দৈনিক ইত্তেফাক প্রকাশনার ৬৩ বছর পূর্তি ও ৬৪ বছরে পদার্পন উপলক্ষে শনিবার সকাল ১০টায় কুমিল্লা টাউনহলের মিনিস্ট্রিরিয়াল অফিসার্স ক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

comilla-ittefaq-64-anniversary-pic-01-dt-24-12-16
দৈনিক ইত্তেফাকের কুমিল্লা জেলা প্রতিনিধি ও কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. লুৎফুর রহমানের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি ও কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. ওমর ফারুক, কুমিল্লা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন। এসময় অন্যান্যের মধ্যে ছিলেন কুমিল্লা নাগরিক ফোরামের সভাপতি কামরুল আহসান বাবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিটিভির কুমিল্লা প্রতিনিধি জাহাঙ্গীর আলম রতন, কুমিল্লা বীরচন্দ্র নগর মিলনায়তনের সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর, মহানগর ঐক্য সংহতির সদস্য সচিব মো. আবুল বাসার, কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহআলম শফি, সাবেক সভাপতি সাংবাদিক সহিদ উল্লাহ, ইত্তেফাকের দাউদকান্দি সংবাদদাতা মো. হাবিবুর রহমান, মনোহরগঞ্জ সংবাদদাতা আবদুল গাফফার সুমন, নাঙ্গলকোট সংবাদদাতা মুজিবুর রহমান মোল্লা, সদর দক্ষিণ সংবাদদাতা মিজানুর রহমান, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংবাদদাতা মো. শফিউল্লাহ প্রমুখ।
দৈনিক জনকণ্ঠের কুমিল্লা প্রতিনিধি মীর শাহ আলমের সঞ্চালনায় ওই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক কুমিল্লা মুক্তকণ্ঠের সম্পাদক এটিএম হুমায়ুন কবির, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক গাজীউল হক সোহাগ, সাংবাদিক শাহীন মীর্জা, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার জাহিদ হাসান, আরটিভি’র স্টাফ রিপোর্টার গোলাম কিবরিয়া, দৈনিক যুগান্তরের কুমিল্লা ব্যুরো রিপোর্টার আবুল খায়ের, দৈনিক যায়যায়দিনের কুমিল্লা প্রতিনিধি আবদুল জলিল ভূঁইয়া, দৈনিক সংবাদের কুমিল্লা প্রতিনিধি জাহিদুর রহমান, দৈনিক রুপসী বাংলার বিশেষ প্রতিনিধি এম.এইচ মনির, দৈনিক প্রথম ভোরের প্রতিনিধি আরিফুর রহমান মজুমদার, যমুনা নিউজ টুয়েন্টিফোরের কুমিল্লা প্রতিনিধি রেজাউল করিম রাসেল, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ নেতা মো. জসীম উদ্দিনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে দিবসটি উদযাপন উপলক্ষে কুমিল্লা টাউনহল থেকে নগরীতে বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। পরে কেক কেটে ইত্তেফাকের জন্মদিন পালন করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি