সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


থার্টিফার্স্ট নিরাপত্তার চাদরে চট্টগ্রাম


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১২.২০১৬

178118_12

পূর্বাশা ডেস্ক:

থার্টিফার্স্ট নাইট। চট্টগ্রামে নেয়া হয় বিশেষ নিরাপত্তা। তবে শিক্ষা প্রতিষ্ঠানের দিকেই এবার বেশি নজর বন্দরনগরীর আইনশৃঙ্খলা বাহিনীর। পুলিশ জানায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ সবচেয়ে বড় অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে থার্টিফার্স্ট নাইটে। তাই দু’টি বিদ্যাপীঠের উপরই এবার পুলিশের বিশেষ নজরদারি থাকবে। যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে বিশেষ নজর রাখা হবে। তাছাড়া খ্রিষ্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনকে ঘিরে প্রতিটি চার্চে একজন উপ-পরিদর্শকের নেতৃত্বে ছয়জন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। সাদা পুলিশের সদস্যরাও থাকবেন দায়িত্বে।
গতকাল শুক্রবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বড়দিন ও থার্টিফার্স্ট নাইট উপলক্ষে মতবিনিময় ও বিশেষ আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় জেলা পুলিশের পক্ষ থেকে এসব বিষয় জানান জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল মাসুদ। জেলা প্রশাসক মো. সামসুল আরেফিনের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন র‌্যাব-৭ এর কর্মকর্তা মো. জামাল উদ্দিন, সহকারী পুলিশ কমিশনার মো. নুরুল আফছার প্রমুখ। সভায় চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন চার্চের দায়িত্বপ্রাপ্ত খ্রিষ্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় রেজাউল মাসুদ জানান, চট্টগ্রামে প্রতিবছর থার্টিফার্স্ট নাইটে চবি ও চুয়েটে সবচেয় বড় আয়োজন করা হয়। এবারও এর ব্যতিক্রম হবে না। এ দুই বিদ্যাপীঠে বেশি মানুষের সমাগম হয়ে থাকে। যে কারণে এখানে অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা থাকে। একারণে এ দুই উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা বিশেষ নজরদারিতে রাখবো।
বড়দিনে প্রতিটি চার্চে সাদা পুলিশের পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। আমরা দৃশ্যমানের চেয়ে অদৃশ্যমান নিরাপত্তার দিকেই বাড়তি নজর দিচ্ছি। প্রায় প্রত্যেক চার্চে সিসি ক্যামরার পাশাপাশি ডিজিটাল সিকিউরিটি থাকবে। জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন বলেন, নির্বিঘ্নভাবে শুভ বড়দিন ও থার্টিফার্স্ট নাইটের অনুষ্ঠান সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ করতে সংশ্লিষ্টদের বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে। আশা করছি সুন্দর ও শান্তিপূর্ণভাবেই এ দুই বড় আয়োজন সম্পন্ন হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি