শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ব্যথার নতুন চিকিৎসা পিআরপি থেরাপি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১২.২০১৬

joint-pain-550x367
পূর্বাশা ডেস্ক:

খেলোয়াড়ই হোক বা সাধারণ মানুষ ব্যথার থাবা থেকে মুক্তি নেই কারোরই। নতুন এক চিকিৎসা পদ্ধতি পিআরপি থেরাপির সাহায্যে বিভিন্ন ধরনের অস্থিসন্ধির (জয়েন্ট পেন) ব্যথাকে নির্মূল করে দেওয়া যায়। জানালেন কলকাতার অ্যাপোলো গ্লেনিগলস হাসপাতালের অর্থোপেডিক এবং শোল্ডার সার্জেন ডাঃ অভীক কর।

বলুন তো টাইগার উড, রাফায়েল নাদাল এবং মারিয়া শারাপোভার মধ্যে কী মিল আছে? জানি সকলেই সমস্বরে বলবেন যে, বিশ্ববিখ্যাত এই খেলোয়াড়রা নিয়মিত তাঁদের সেরা পারফরম্যান্সের জন্য সংবাদ শিরোনামে থাকেন। এছাড়াও এঁদের মধ্যে একটি মিল আছে কী? এঁরা প্রত্যেকেই অস্থিসন্ধির (জয়েন্ট পেন) ক্রনিক ব্যথায় কাবু ছিলেন। আর এর ফলে তাঁদের খেলোয়াড় জীবনে যে-কোনো সময়ে দুর্যোগ নেমে আসতে পারতো। কিন্তু এক নতুন চিকিৎসা পদ্ধতি এই বিশ্ববিখ্যাত খেলোয়াড়দের জয়েন্ট পেন থেকে মুক্তি দিয়েছে। না কোনও জোরাল পেনকিলার নয়।

ব্যথা নিরোধক ওষুধের ভয়নক পার্শ্বপ্রতিক্রিয়ার কথা তো সবারই জানা। আর ব্যথার কারণকে নির্মূল করতে না পারলে ওষুধের কার্যকারিতা শেষ হবার পর আবার ব্যথা ফিরে আসে, সেকথা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এছাড়া যন্ত্রণা কমানোর আরও একটি ট্রিটমেন্ট ফিজিওথেরাপিও অনেক ক্ষেত্রে খুব একটা কার্যকর হয় না। আর কিছুতেই ব্যথার হাত থেকে মুক্তি না পেলে তখন সার্জিারির সাহায্য নেওয়া ছাড়া কোনও উপায় থাকে না। কিন্তু টাইগার উড, নাদাল এবং শারাপোভা এসবের কিছুই করেননি। নিজেদের রক্ত দিয়েই কাঁধের ব্যথাসহ অন্যান্য জয়েন্ট পেন থেকে মুক্তি পেয়েছেন।

হ্যাঁ, ঠিকই শু‍নেছেন, নিজেদের রক্ত দিয়ে চিকিৎসা করলে যে-কোনো ক্ষত বা আঘাত দ্রুত নিরাময় হয়। নিজের রক্ত ব্যবহার করে যে চিকিৎসা করা হয়, তার ডাক্তারি নাম পিআরপি থেরাপি (চষধঃবষবঃ ৎরপয চষধংসধ) । এই পদ্ধতিতে চিকিৎসা করতে গেলে রোগীর নিজের রক্ত নেওয়া হয়। তারপর সেন্ট্রিফিউজ মেশিনে দিয়ে তার থেকে প্লেটলেট আলাদা করা হয়। এই কনসেনট্রেটেড প্লাজমা ব্যথায় কাতর মানুষটির অস্থিসন্ধি, পেশি বা লিগামেন্ট টিস্যুতে ইঞ্জেকশনের মাধ্যমে প্রবেশ করানো হয়। ফলে আঘাতপ্রাপ্ত অথবা ক্ষয়ে যাওয়া হাড়, পেশি বা লিগামেন্ট দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। আসলে প্লেটলেটে থাকে বিভিন্ন হিলিং ফ্যাক্টর, যা দ্রুত ক্ষত নিরাময় করতে সাহায্য করে। এটা একটা ১০ মিনিটের আউটডোর প্রক্রিয়া। কোনও কাটা-ছেঁড়া বা কষ্টকর পদ্ধতি নয়। রোগী পায়ে হেঁটে বাড়ি ফিরে যেতে পারেন অনায়াসে। হ্যামস্ট্রিং টিয়ার থেকে শুরু করে লিগামেন্টেক চোট অথবা হাড়ের সমস্যা যে-কোনও ব্যথাতেই এই চজচ থেরাপি অত্যন্ত কার্যকর।

কলকাতার অ্যাপেলো গ্লেনিগলস হাসপাতালে অত্যন্ত সাফল্যের সঙ্গে নিয়মিত এই চিকিৎসা করা হচ্ছে। সম্প্রতি হাঁটুর অস্টিওআথ্রাইটিসের ‍ চিকিৎসা করে ভয়ানক হাঁটুর ব্যথা থেকে মুক্তি দেওয়া সম্ভব হয়েছে। এই থেরাপির সাহায্যে মূলত পেশি ও লিগামেন্টের চোট আঘাত ছাড়াও অস্টিওআথ্রাইটিস, টেনিস এলবো, গোড়ালির ব্যথা প্ল্যান্টার ফ্যাসাইটিস, পায়ের ডিম অর্থাৎ মাসলে খিঁচ ধরা ইত্যাদি বিভিন্ন ধরনের ব্যথা সারিয়ে তোলা সম্ভব। চজচ থেরাপি আগামী দিনে ব্যথার চিকিৎসায় নতুন দিগন্ত আনবে। এই বিশ্বাস আমারও।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি