রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চট্টগ্রামে জেএসসিতে পাসের হার ৯০.৭৫%


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১২.২০১৬

ctg-jsc-exm_samakal_259114
পূর্বাশা ডেস্ক:
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাসের হার ৯০ দশমিক ৭৫ শতাংশ। এই বোর্ডের অধীনে এবার ১ লাখ ৮৯ হাজার ৯৫ জন পরীক্ষায় অংশ নেয়।
চলতি বছর চট্টগ্রামে জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ১৩৫ জন।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাহবুব হাসান গণমাধ্যমকর্মীদের সামনে ফলাফল উপস্থাপন করেন।

তিনি জানান, অনলাইনের পাশাপাশি স্কুল থেকেও ফল জানতে পারবে শিক্ষার্থীরা।

পরীক্ষার্থীরা অনলাইনে শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে জেএসসি ও জেডিসি পরীক্ষায় নিজ নিজ রোল নম্বর ও স্কুলের নাম দিয়ে পরীক্ষার ফলাফল জানতে পারবে। এছাড়া মোবাইল অপারেটরগুলো থেকে এসএমএসের মাধ্যমেও ফলাফল জানতে পারবে পরীক্ষার্থীরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি