শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


৫ মাসে কৃষি পণ্য রপ্তানিতে আয় ১৩৫৯ কোটি টাকা


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০১.২০১৭

images

পূর্বাশা ডেস্ক:

২০১৬-১৭ অর্থবছরের প্রথম পাঁচ মাসে কৃষিপণ্য রপ্তানিতে আয় হয়েছে ১৬ কোটি ৯০ লাখ মার্কিন ডলার বা প্রায় ১ হাজার ৩৫৯ কোটি টাকা; যা এ সময়ের লক্ষ্যমাত্রার তুলনায় ৬ দশমিক ০৯ শতাংশ কম। একইসঙ্গে ২০১৫-১৬ অর্থবছরে একই সময়ের তুলনায়ও এই খাতের রপ্তানি আয় ২ দশমিক ১৮ শতাংশ কমেছে।

বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ডিসেম্বর মাসে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে আরও জানানো হয়েছে, সদ্য সমাপ্ত ২০১৫-১৬ অর্থবছরে কৃষিপণ্য রপ্তানিতে আয় হয়েছিল ৫৯ কোটি ৬০ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। চলতি ২০১৬-১৭ অর্থবছরে এ খাতে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬০ কোটি ৮০ লাখ মার্কিন ডলার।

২০১৬-১৭ অর্থবছরের প্রথম চার মাসে চা রপ্তানিতে আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। এর বিপরীতে এ খাতে আয় হয়েছে ৯ লাখ ৭০ হাজার মার্কিন ডলার; যা লক্ষ্যমাত্রার চেয়ে ৬৭ দশমিক ৪৭ শতাংশ বেশি।

জুলাই-অক্টোবর মাসে সবজি রপ্তানিতে ৩ কোটি ৪৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এ সময়ে আয় হয়েছে ৩ কোটি ৭৩ লাখ ১০ হাজার মার্কিন ডলার; যা লক্ষ্যমাত্রার চেয়ে ৭ দশমিক ৩৬ শতাংশ বেশি। তবে আগের অর্থবছরের প্রথম ৫ মাসের তুলনায় এ খাতের রপ্তানি আয় ৯৫ দশমিক ৮৫ শতাংশ বেড়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি