শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » চকবাজারের দোকানসমূহ প্রত্যেক শুক্রবার বেলা ১টা থেকে শনিবার ভোর ৬টা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত


চকবাজারের দোকানসমূহ প্রত্যেক শুক্রবার বেলা ১টা থেকে শনিবার ভোর ৬টা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০১.২০১৭

c23b656b47f6bd629daf8b2523f1c0d1-8

পূর্বাশা ডেস্ক:

প্রত্যেক শুক্রবার বেলা ১টা থেকে শনিবার ভোর ৬ টা পর্যন্ত চকবাজরের দোকান সমূহ বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। চকবাজার ব্যবসায়ী সমিতির কাছে বাজারের ব্যবসায়ীবৃন্দ সাপ্তাহে একদিন দোকান বন্ধ রাখার দাবী জানালে চকবাজার ব্যবসায়ি সমিতির সভাপতি মোঃ গোলাম জিলানি ও সাধারন সম্পাদক সৈয়দ মোঃ পারভেজ ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ মোবারক হোসেনের নেতৃত্বে একটি কমিটি গঠন করে প্রত্যেক দোকানদারের কাছে যেয়ে দোকান বন্ধ ও খোলা রাখার পক্ষে লিখিত জরিপ করেন।

চকবাজারের ৩১০ টি দোকানদারের মধ্যে ৩০৫ জন ব্যবসায়ী প্রত্যেক শুক্রবার বেলা ১টা থেকে শনিবার ভোর ৬ টা চকবাজরের দোকান সমূহ বন্ধ রাখার পক্ষে লিখিতভাবে মত দেন আর মাত্র ৫ জন ব্যবসায়ী দোকান খোলা রাখার পক্ষে মত প্রকাশ করেন। সমিতির সাধারন সম্পাদক সৈয়দ মোঃ পারভেজ জানান, মাছ,মাংস,তরিতরকারি-সবজি, হোটেল, পান-সুপারি দোকান ব্যতীত সকল দোকানপাট বন্ধ থাকবে এবং যেসব পান দোকানে ডিম ও স্টেশনারি মালামাল আছে সেগুলোও বন্ধ থাকবে। ব্যবসায়ী সমিতির এ সিদ্ধান্ত কোন দোকানদার অমান্য করলে তাকে সর্বনি¤œ ২০০০টাকা জরিমানাসহ ১ দিন দোকান বাধ্যতামূলক ভাবে দোকান বন্ধ করা হবে এবং তার বিরুদ্ধে ব্যবসায়ী সমিতি আরও কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি