মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় যৌন উত্তেজক অবৈধ ঔষধ কারখানার সন্ধান


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০১.২০১৭

15877829_699087780250252_755966084_o
পূর্বাশা ডেস্ক:

কুমিল্লা র‌্যাব-১১ এর সহায়তায় অনুমোদনহীন যৌন উত্তেজক ঔষধ জিনসিন তৈরি করার অপরাধে ভ্রাম্যমান আদালত কর্তৃক ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

গোপন তথ্যের ভিত্তিতে ০৪ জানুয়ারী ২০১৭ র‌্যাবের উপস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট জরিমানা করে।

র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার স্কোয়াড কমান্ডার এএসপি বাবুল আখতার এর উপস্থিতিতে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর হোসেন এর পরিচালনায় সদর দক্ষিণ থানাধীন কমলাপুর এলাকার ডিস্ট্রিবিউটর মো: মাহাবুব আলম (৩৮) কে বাংলাদেশ ঔষধ আইন ১৯৪০ সালের ১৮ (গ) ধারায় নগদ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।

মাহাবুব কুমিল্লা সদর উপজেলার চকবাজার এলাকার মো: আবুল কালামের ছেলে। একটি সূত্র জানায় এই জিনসিন প্লাস ঔষধটি মানুষের দেহের ক্ষতি সাধন করে এবং কিছুক্ষনের জন্য শরীরে উত্তেজনার সৃষ্টি করে তাই সরকার এই ঔষধটির কোন রকম অনুমোদন দেয়নি । কিন্তু সরকারের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে একটি চক্র অধিক মুনাফার লোভে অবৈধভাবে ঔষধ উৎপাদন ও বাজারজাত করে আসছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি