রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


নয়াপল্টনে বিএনপির কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০১.২০১৭

1483766235
ডেস্ক রিপোর্টঃ
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। শনিবার সকাল থেকে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান রয়েছে। কার্যালয়ের সামনে দুই সারিতে পুলিশ দাঁড়িয়ে আছে। সাদা পোশাকেও রয়েছে বাহিনীর সদস‌্যরা।
কার্যালয়ের ভেতরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদসহ কয়েকজন অফিস কর্মী ছাড়া আর কেউই নেই। নয়া পল্টনে বিএনপির কার্যালয়ের পাশে দিয়ে পথচারীদেরও যেতে দিচ্ছে না পুলিশ।
সমাবেশের অনুমতি চেয়ে পুলিশ ও গণপূর্ত অধিদফতরের কাছে চিঠি দেয়া হলেও শনিবার সকাল পর্যন্ত অনুমতি পাওয়া যায়নি বলে জানিয়েছেন বিএনপির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ।
এই পরিস্থিতিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। দুপুরের আগেই কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে বলে দপ্তর থেকে জানানো হয়।
রমনা থানার পরিদর্শক কাজী শাহীদুজ্জামান বলেন, ‘এখানে বিএনপির একটি কর্মসূচি ঘোষণা করেছে। আমাদের কাছে তথ্য আছে, বিএনপির দুই গ্রুপে গোলমাল হতে পারে। জনস্বার্থ রক্ষায় আমরা এখানে এসেছি।’
২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত হওয়া নির্বাচনের দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে বরাবরের মতো পালন করে বিএনপি। এ বছর দিনটিতে সারা দেশে কালো পতাকা মিছিল করলেও ঢাকায় সাত জানুয়ারি সোহরাওয়ার্দী উদ‌্যানে সমাবেশের ঘোষণা দিয়েছিল দলটি। কিন্তু অনুমতি মেলেনি। এরপর নয়াপল্টনে সমাবেশের অনুমতি চাইলেও আজ সকাল পর্যন্ত তা নিশ্চিত নয়।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি