মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


নাইন ইলেভেন হামলার পরদিনই সাদ্দামকে হত্যার সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০১.২০১৭

BAGHDAD, IRAQ - JULY 1: Former Iraqi President Saddam Hussein listens as a list of charges that he and 11 other high level defendents will face is read in an Iraqi courtroom July 1, 2004 in Baghdad, Iraq. Hussein was transferred into the legal custody of Iraqi authorities on June 30, 2004 but remains in the physical custody of the U.S. Military at an undisclosed location. Hussein is not expected to face trial in an Iraqi court for at least several months. (Photo by Pool-Getty Images)

ডেস্ক রিপোর্টঃ
মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক এক কর্মকর্তা দাবি করেছেন, ৯/১১ হামলার একদিন পরই ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে হত্যার সিদ্ধান্ত নিয়েছিল যুক্তরাষ্ট্র। শুক্রবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইনডিপেনডেন্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
২০০৩ সালে ইরাকে মার্কিন হামলার পর সাদ্দাম হোসেনকে আটক করে মার্কিন বাহিনী। তাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন জন নিক্সন নামের সিআইএর সাবেক কর্মকর্তা। নিক্সন বিবিসি রেডিও ৪-এর ‘টুডে প্রোগ্রাম’ অনুষ্ঠানে অংশ নিয়ে বুশ প্রশাসনের দিনগুলোর কথা স্মরণ করে বলেন, তত্কালীন বুশ প্রশাসন ইরাকে অসমাপ্ত কাজ সমাপ্ত করার কথা বলেছিল। আমরা তখন বুঝতে পারিনি অসমাপ্ত কাজটি কী। তবে কিছু একটা যে প্রশাসন করতে চাচ্ছে তা বুঝতে পেরেছিলাম।
তিনি আরো বলেন, তারা একদিনেই মনস্থির করে ফেলেছিল। ৯/১১-এর একদিন পর সাদ্দাম হোসেনের মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করা হয়েছিল।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি