শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বাংলাদেশী পাটে ভারতের শুল্ক আরোপ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০১.২০১৭

1483803582_39

পূর্বাশা ডেস্ক:

বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য আমদানিতে শুল্ক আরোপ করেছে ভারত। এখন থেকে বাংলাদেশী পাট আমদানি করতে হলে প্রতি টন পাটে ভারতীয় আমদানিকারকদের ৮ থেকে ৩৫০ ডলার পর্যন্ত শুল্কগুণতে হবে। আগে এই পণ্য আমদারিকারকদের কোনো শুল্ক দিতে হতো না।অর্থাৎ বাংলাদেশ শুল্কমুক্ত সুবিধা পেত।

দীর্ঘদিন ধরে ভারতের জুট মিলস্ অ্যাসোসিয়েশন, স্থানীয় উদ্যোক্তারা তাদের বাজার সুরক্ষায় বাংলাদেশ থেকে পাটপণ্য আমদানির উপর এন্টি ডাম্পিং শুল্ক আরোপের দাবি জানিয়ে আসছিল। সেই দাবির প্রেক্ষাপটে দেশটি এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে।

ভারতের অর্থ মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিজনেস স্ট্যান্ডার্ডের খবরে এ তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়, নেপালি পাট আমদানিতেও একই নির্দেশনা দেওয়া হয়েছে। পাটপণ্যের মানভেদে টনপ্রতি ৮ থেকে ৩৫০ ডলারের এই এন্টি ডাম্পিং শুল্ক প্রযোজ্য হবে। এই টাকা অবশ্যই ভারতীয় রুপিতে গুণতে হবে। আগামী ৫ বছর এই শুল্ক কার্যকর থাকবে।

এন্টি ডাম্পিং শুল্ক হলো বাজার দখলে কম দামে পণ্য ছাড়ার শাস্তিস্বরূপ আরোপিত এক ধরনের বিশেষ শুল্ক। দেশটির এমন সিদ্ধান্তে বাংলাদেশের পাট ও পাটজাত রপ্তানি কমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি