মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ভারতে মেয়েরা নিরাপত্তার স্বার্থে নিজের কাছে ছুরি রাখতে পারবেন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০১.২০১৭

churi-550x309
ডেস্ক রিপোর্টঃ

ভারতে মেয়েরা নিরাপত্তার স্বার্থে এখন থেকে নিজেদের কাছে একটি করে ছোট ছুরি রাখতে পারবেন। এ সিদ্ধান্তটি নিয়েছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)। এখন দিল্লির বিভিন্ন মেট্রো স্টেশন থেকে প্রায় ১০০ এর বেশি লাইটার, ম্যাচিস বক্স উদ্ধার হয়েছে।

সিআইএসএফের এক কর্মকর্তা বলেন, এবার মেট্রোতে লাইটার বা ম্যাচিসবক্স নিয়ে মেয়েরা উঠতে পারবেন। আমরা অনেকের কাছ থেকে আবেদন পেয়েছি যে কাজের জন্য নানা সামগ্রী নিয়ে যেতে পারা যায় না। এখন থেকে তা নেয়া যাবে।

তিনি আরও বলেন, আগে আমরা বস্তুটি ভালো করে দেখব এবং তারপরই সেটিকে মেট্রোতে নিয়ে যাওয়ার অনুমতি দেব।

যদি কোনো মহিলা ৪ ইঞ্চি সাইজের ছুরি বহনের অনুমতি নেয় সে বিষয়ে তিনি বলেন, স্ক্যানে ধরা পড়লে প্যাসেঞ্জারের আইডি দেখতে চাওয়া হবে। এবং তারপর তাকে প্রবেশ করতে দেওয়া হবে। ৩০ লক্ষ প্যাসেঞ্জার রোজ মেট্রোতে যাতায়াত করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি