মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


যুক্তরাষ্ট্রের সব রাষ্ট্রদূতকে দেশে ফেরার আহ্বান ট্রাম্পের


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০১.২০১৭

1483763628
ডেস্ক রিপোর্টঃ
আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশে নিযুক্ত সব মার্কিন রাষ্ট্রদূতকে ২০ জানুয়ারি তার শপথ গ্রহণের আগেই পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কূটনীতিকের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে।
এতে বলা হয়, ২০১৭ সালের ২৩ ডিসেম্বর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বের ১৮৮টি দেশের মার্কিন দূতাবাসে এক আকস্মিক তারবার্তা পাঠায়। হুবহ একই বার্তায় সব রাষ্ট্রদূতকে দেশে ফেরার নির্দেশ দেয়া হয়।
ট্রাম্প এ পর্যন্ত শুধু ইসরাইল ও চীনের জন্য পরবর্তী রাষ্ট্রদূতের নাম ঘোষণা করেছেন। বাকি দেশগুলোতে নিয়োগ পেতে যাওয়া রাষ্ট্রদূতদের নাম ঘোষণা না করেই আগের রাষ্ট্রদূতদের ফেরত আসার নির্দেশ দিয়েছে ট্রাম্প।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি