রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


১২ জানুয়ারি খুলে দেওয়া হবে পদ্মাসেতুর সংযোগ সড়ক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০১.২০১৭

jajira-point-m120170108110738

পূর্বাশা ডেস্ক:

১২ জানুয়ারি থেকে শরীয়তপুরের জাজিরার নাওডোবা থেকে মাদারীপুরের পাচ্চর পর্যন্ত ১২ কিলোমিটারের একাংশ খুলে দেওয়া হচ্ছে। এর ফলে এখন থেকে জাজিরার কাঁঠালবাড়ি ঘাটে নেমে গাড়ি নিয়ে পদ্মাসেতুর চার লেনের সংযোগ সড়কের পাশ দিয়ে পাচ্চর পর্যন্ত যাওয়া যাবে।

১১ জানুয়ারি কাঁঠালবাড়ি ঘাট উদ্বোধনের পর ১২ জানুয়ারি থেকে মাওয়া (শিমুলিয়া) থেকে কাঁঠালবাড়ি ঘাটে ফেরি চলাচল শুরু হবে। পদ্মাসেতুর সংযোগ সড়ক প্রকল্পের সহকারী প্রকৌশলী মো. নজরুল ইসলাম এ কথা জানান।

সংযোগ সড়ক প্রকল্পের সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানান, পদ্মার জাজিরা পাড়ের নাওডোবা থেকে পাচ্চর পর্যন্ত পদ্মাসেতুর চার লেন সংযোগ সড়ক দেশের যেকোনো সড়কপথের চেয়ে বেশি মসৃণ এবং বড় আকারে বানানো হয়েছে। কাঁঠালবাড়ি ঘাট থেকে এসে এই সড়কও ব্যবহার করা যাবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি