মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


৬০০ কোটি ছাড়িয়ে ‘দঙ্গল’


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০১.২০১৭

dangal_bdp

পূর্বাশা ডেস্ক:

সুপারস্টার আমির খান মানেই সুপার ডুপার হিট ছবি। তার অভিনীত সর্বশেষ ছবি ‘দঙ্গল’ ইতোমধ্যেই ভারত ও অন্যান্য দেশ মিলিয়ে আয় করেছে ৬০০ কোটিরও বেশি। বলিউডে এর আগে এমন নজির গড়েছে মাত্র পিকে, বজরঙ্গি ভাইজান ছবি দুটি।

নিতেশ তিওয়ারি পরিচালিত ‘দঙ্গল’ ছবিটি ইতিমধ্যে বিশ্বব্যাপী আমির খানের আরেক ছবি ‘ধুম থ্রি’র ৫৮৫ কোটি রুপি ও সালমান খান অভিনীত ‘সুলতান’ছবির ৫৭২ কোটি রুপির আয়কে ছাড়িয়ে গেছে। এখন ‘দঙ্গল’ এর সামনে আছে আমির খানেরই ‘পিকে’ (৭৯২ কোটি রুপি) ও সালমান খানের ‘বজরঙ্গি ভাইজান’ (৬২৬ কোটি রুপি) ছবিটি। তবে ধারনা করা হচ্ছে, এই দুইটি ছবিকে ছাড়িয়ে যাওয়া ‘দঙ্গল’ এর জন্য সময়ের ব্যাপার মাত্র



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি