মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


অটোমান সুলতান সুলেমানের দেহাবশেষের সন্ধান!


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০১.২০১৭

sulaimanpic_107223

ডেস্ক রিপোর্টঃ

অটোমান বা উসমানীয় খেলাফতের মহান শাসক সুলেমানের দেহাবশেষ দক্ষিণ হাঙ্গেরীর জিগেতভারের একটি দূর্গে পাওয়া গেছে বলে প্রায় নিশ্চিতভাবেই দাবি করেছেন হাঙ্গেরীর ঐতিহাসিকরা। খবর এপির

১৫৬৬ সালে সেখানে সামরিক অভিযানে নেতৃত্বদানকালে তিনি নিহত হন। তার সৈন্যরা দূর্গটি অবরুদ্ধ করে রেখেছিল। ৭১ বছর বয়সে মৃত্যুবরণ করেন সুলেমান। তিনি ছিলেন অটোম্যান সাম্রাজ্যের সবচেয়ে দীর্ঘকালীন শাসক। তার ৪৬ বছরের শাসনে উসমানীয় খেলাফত বলকান থেকে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় বিস্তৃত হয়েছিল।

সুলতান সুলেমানের সমাধি যেখানে চিহ্নিত করা হয়েছে সেটি ছিল তুর্বেকে একটি অটোম্যান বসতি। ১৬৮০ সালের দিকে সেটি ধ্বংস করা হয়। ২০১৩ সালে সেটি আবিস্কারের ঘোষণা দেয়া হয়। ঐতিহাসিকদের বিশ্বাস, সুলেমানের দেহের ভেতরের অংশ এই সমাধিতেই রয়েছে আর তার লাশ তৎকালীন কনন্ট্যান্টিনোপলে (যা এখন ইস্তাম্বুল) সমাহিত করা হয়। সে সময় সৈন্যদের মনোবল ধরে রাখতে ৪৮ দিন যাবৎ তার মৃত্যুর খবর গোপন রাখা হয়।

ক্রোয়েশীয়-হাঙ্গেরীয় বংশোদ্ভূত মিকলস রিনইর নেতৃত্বে স্থানীয় অধিবাসীরা জিগেতভার রক্ষার লড়াইয়ে অবতীর্ণ হয়। এ জায়গাটি দখলের পর ভিয়েনা দখলে কয়েক দশক ধরে চেষ্টা চালানো হলেও তা সফল হয়নি।

হাঙ্গেরীর পেসক বিশ্ববিদ্যালয়ের ভূ-রাজনীতি বিভাগের অধ্যাপক নরবার্ট পাপ বলেন, সমাধিসৌধটি সেখানেই আবিস্কৃত হয়েছে যেখানে সম্রাট সুলেমান তাঁবু ফেলেন এবং মারা যান।তিনি বলেন, খননকালে যেসব উপকরণ পাওয়া গেছে এবং ঐতিহাসিক প্রমাণাদি বিশ্লেষণে প্রায় নিশ্চিতভাবেই বলা যায় যে এটি সম্রাট সুলেমানের দেহাবশেষ। তিনি এ ব্যাপারে ভিন্ন ধরনের কোনো তথ্য নেই। তবে নিশ্চিত হতে আরো খননকাজ দরকার।পাপ বলেন, সমাধিসৌধের কাছে ভূগর্ভে দৃশ্যত একটি ছোট মসজিদ এবং একটি দরবেশের মাজার পাওয়া গেছে। আগামী এপ্রিলে আবার খননকাজ শুরু হবে বলে জানান পাপ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি