রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় ঝূঁকিপূর্ণ ভবনে ঝূঁকি নিয়ে বসবাস


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০১.২০১৭

priyangon

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লায় ঝূঁকিপূর্ণ ভবনগুলোতে ঝূঁকি নিয়ে বসবাস করছে অসংখ্য পরিবার। ভূমিকম্পে যে কোন সময় ধ্বসে পড়তে পারে এসব ঝুকিপূর্ণ ভবন। কিন্তু এসব বিষয়ে কার্যকরি পদক্ষেপ নেই সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের। সম্প্রতি কয়েক দফা ভূমিকম্পে নড়ে উঠেছে এসব ভবন। কোন কোনটি দেবেও গেছে।
স্থানীয় সূত্র জানায়, গত ৩ জানুয়ারি বিকেল ও রাতে দেশে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়। কুমিল্লা মহানগরীর নতুন বজ্রপুর সার্কুলার রোডে ২১৯/খ নং হোল্ডিংয়ে ‘প্রিয়াঙ্গন’ নামের ৫ তলা একটি ভবন সম্প্রতি ভূমিকম্পে কিছুটা দেবে গেছে। এরপরও জীবনের ঝূঁকি নিয়ে ৭ পরিবারের সদস্যরা বসবাস বরছেন এই বাড়িটিতে।
খোঁজ নিয়ে জানা গেছে, ‘প্রিয়াঙ্গন’ নামের ৫ তলা ভবনটির মালিক মৃত আবদুস ছাত্তারের পুত্র নুর আহমেদ সুজন। নুর আহমেদ সুজন চট্টগ্রামের একজন ব্যবসায়ী। ডোবা ভরাট করে ৩ তলার অনুমোদন নিয়ে পাইলিং ছাড়া অবৈধভাবে ৫ তলা পর্যন্ত নির্মাণ করেন তিনি। ঝূঁকিপূর্ণ এই ভবনের ছাদেই বড় আকৃতির একটি পানির ট্যাঙ্কিও স্থাপন করেছেন তিনি। বক্তব্য নেয়ার জন্য যোগাযোগ করে নুর আহমেদ সুজনকে পাওয়া যায়নি।

priyangon-2
এছাড়া, একই এলাকায় ইদ্রিস মিয়ার মেয়ে ছোট পরিসরে এক রুমের অবস্থানে একটি ৪ তলা ভবন নির্মাণ করছেন। এ ভবনটির নির্মাণ কাজ শেষ না হতেই ভূমিকম্পের দুপুরের আঘাতে এটি এদিক-ওদিক দুলতে দেখে আশপাশের লোকজন বাড়ি-ঘর ছেড়ে দৌঁড়ে পালাতে থাকে।
কুমিল্লা মহানগরীর কান্দিরপাড়ে সিটি কর্পোরেশন কর্তৃক নবনির্মিত সিটি মার্কেটে ফাটল দেখা দিয়েছে। দুপুরের ভূমিকম্পে সিটি মার্কেটের লিফটের পাশে ফাটল দেখা দেয়াকে কেন্দ্র করে মার্কেটের আতঙ্কিত দোকান মালিক-কর্মচারি ও সাধারণ মানুষ রাস্তায় নেমে আসেন।
এদিকে, গত প্রায় দুই যুগে কুমিল্লা নগরীতে গড়ে ওঠা প্রায় শতভাগ ভবনই অপরিকল্পিত ও প্রকৃত নক্সা অনুযায়ি নির্মাণ হয়নি। অবৈধভাবে নির্মিত এসব ভবনের তালিকা করে ভেঙ্গে ফেলার জন্য গত প্রায় ১০ বছর ধরে শুধু চিঠি চালাচালিই হয়ে আসছে। এসব চিঠি বাবদ দফায় দফায় চলছে বড় মাপের চাঁদাবাজির ঘটনাও। এমন অভিযোগ দীর্ঘ দিনের। বিল্ডিংকোড লঙ্ঘণ করে এরপরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচরেই চলছে অপরিকল্পিত ও নক্সাবর্হিভূত অবৈধ ভবন নির্মাণ। সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে বসবাসকারীদের জানমাল রক্ষায় এখন পর্যন্ত কার্যকরি কোন পদক্ষেপ নেয়নি কুমিল্লা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।
এ বিষয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী শেখ মো: নুরুল্লাহ জানিয়েছেন, সাম্প্রতিক ভূমিকম্পে কুমিল্লা মহানগরীর কয়েকটি বহুতল ভবনের ক্ষয়ক্ষতির খবর তাঁরা পেয়েছেন। এসব তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি