রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » সর্বশেষ » বিশ্বজুড়ে দেখা দেবে উগ্রতা ও বিরোধ-বিশৃঙ্খলা : মার্কিন গোয়েন্দা রিপোর্ট


বিশ্বজুড়ে দেখা দেবে উগ্রতা ও বিরোধ-বিশৃঙ্খলা : মার্কিন গোয়েন্দা রিপোর্ট


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০১.২০১৭

us-intelligence-releases-heavily-edited-emails-on-benghazi-attack-american-terror-suspect-550x369
পূর্বাশা ডেস্ক:

একটি মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্টের বলা হয়েছে যে, আগামী ৫ বছরে পৃথিবীর বহু দেশের অভ্যন্তরে ভয়াবহ বিরোধ-বিশৃঙ্খলা দেখা দিতে পারে। অর্থনৈতিক মন্দা ও প্রযুক্তির কারণে সৃষ্ট বেকারত্বের কারণে সমাজে অস্থিরতা তৈরি হবে। দেশে দেশে মাথাচাড়া দিবে উগ্র জাতীয়তাবাদ। যেটা শীতল যুদ্ধ অবসানের পর আর দেখা যায়নি।

এমটা হলে বিশ্ব কতটা নিরাপত্তার ঝুঁকিতে পড়বে? বিবিসি বাংলার এমন প্রশ্নের জবাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক দেলোয়ার হোসেন বলেন, গত এক দশক ধরে জঙ্গি সন্ত্রাসবাদের কারণে বিশ্ব এক ধরণের নিরাপত্তা ঝুঁিকতে আছেই। এটা বাস্তবতা। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে, রক্ষণশীল এবং বামপন্থির চিন্তার একটা ব্যপক বিস্তার ঘটছে বিশ্বে এবং কতগুলো সিদ্ধান্ত যেমন ইইউর মত একটি প্রতিষ্ঠান থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়া এবং যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে যে ইস্যুগুলো আসছে তাতে আমার কাছে মনে হয়ে, বিশ্ব একটা ঝুঁকির মধ্যে আছে।

তার মানে এই রিপোর্টটি একটা হতাশা সৃষ্টি করছে? জবাবে তিনি বলেন, এখানে হতাশাটা এই জন্য যে, এখানে বলা হচ্ছে যে, আন্তরাষ্ট্রীয় বা রাষ্ট্রের ভেতরের যে সংঘাত এইগুলো আরও বৃদ্ধি পাবে। যেটি আমরা লক্ষ্য করছি। কারণ, গত কয়েক বছরে সংঘাতে মানুষের মৃত্যুর হার দেখি তাতে দেখা যায় যে এটা ক্রমেই বেড়ে চলছে।

তিনি বলেন, আমরা লক্ষ্য করছি যে, শান্তি প্রতিষ্ঠার কাজ, কিংবা সহযোগিতাসহ শাসন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করার যে বিষয়টি সেটা ক্রমগত চ্যালেঞ্জরে মুখে পড়ছে। ফলে এই রিপোর্টকে আমরা একটা সতর্ক বার্তা হিসেবে নিতে পারি। কারণ, এক দেশের মধ্যে আরেক দেশের মধ্যে দ্বন্দ বেজেই যাচ্ছে ইতোমধ্যে।

এই অর্থে বাংলাদেশ কতটা ঝুঁকিতে আছে? জবাবে তিনি বলেন, বাংলাদেশে বিভিন্ন সময় আমরা দেখতে পেরেছি যে, উগ্রবাদ বা জঙ্গিবাদের আক্রমন হচ্ছে। যে আক্রমনগুলো আমার বিচ্ছিন্নভাবে দেখছি না। তাই এটাও বৈশিক বিশৃঙ্খলার অংশ বলা যায়। ফলে বলা যায় যে, বাংলাদেশও একটা ঝুঁকির মধ্যেই আছে।

তারমানে সারা বিশ্বের আন্তজার্তিক ব্যবস্থা পরিবর্তন হতে যাচ্ছে? জবাবে তিনি বলেন, না তেমন না। কারণ, এর আগেও এরকমের রিপোর্ট প্রকাশ হতে দেখেছি। তাই বিষয়টিকে এমন ভাবে নিচ্ছি না এবং ফেলেও দিচ্ছি না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি