শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ভুল হয়েছে তড়িঘড়ি করতে গিয়েই : শিক্ষামন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০১.২০১৭

nahid0020170110120009-550x303
ডেস্ক রিপোর্টঃ

তড়িঘরি করে ছাপাতে গিয়ে স্কুল-কলেজের পাঠ্যপুস্তকে ভুল হয়েছে স্বীকার করলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। জড়িত বড় দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। তাদের ওসডি করা হয়েছে। বাকিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

পাঠ্যপুস্তকে ভুলের ব্যাখ্যা দিতে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ভুলত্রুটি থাকলেও বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বিনামুল্যে বই তুলে দেওয়ার পরিকল্পনা সরকারের। সরকার শিশুদের ঝড়ে পড়া ঠেকাতে চায়। তাই বিষয়গুলোকে বিবেচনায় নেওয়ার অনুরোধ জানান। আ-তে আম বোঝাতে গিয়ে ছাগল আম গাছে উঠেছে এমন ছবি বইতে নেই। তবে আঘাত বোঝাতে গিয়ে হার্ট শব্দের বানান ভুল হয়েছে।

ছড়া ও কবিতায় ভুলগুলোকে বড় ভুল উল্লেখ করে জড়িতদের অযোগ্য বলেন শিক্ষামন্ত্রী। বড়ভুলগুলো সংশোধনের প্রকিয়া চলছে বলেও তিনি জানান।

মন্ত্রী বলেন, কোনো ভুল-ত্রুটি হবে না কখনোই বলিনি। ভুল থাকবে, আমরা তা সমাধান করে করে এতদিন এগিয়েছি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি